১০) ঝুঁকি নিরুপণ নীতিমালা

 

ঝুঁকি নিরুপণ নীতিমালা

উদ্দেশ্যঃ কারখানায় কর্মরত সকল শ্রমিক কর্মচারীদের জন্য একটি সুন্দর, নিরাপদ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।

নীতিমালা কার্যকরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি/ বিভাগঃ কমপ্লায়েন্স এবং মানব সম্পদ বিভাগ

নীতিমালা সর্বশেষ সংশোধনের তারিখঃ    

পরবর্তী সংশোধনের তারিখঃ     


সেলাই মেশিন হতে সম্ভাব্য দূর্ঘটনা সমূহঃ-

) সেলাই মেশিনে ব্যবহৃত সুচ (Needle) আঙ্গুলে, চোখে বা শরীরের অন্য কোন স্থানে আঘাত করতে পারে।

) মেশিনে পুলি কভার, উপর নিচের বেল্ট কভার না থাকলে কাপড় বা অন্য কিছু পেচিয়ে দূর্ঘটনা ঘটতে পারে।

) মেশিনের বৈদ্যুতিক কানেকশন লুজ থাকলে অগ্নি দূঘটনা ঘটতে পারে।

দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপঃ-

) ধরনের দূর্ঘটনা এড়াতে মেশিনে নিডিল গার্ড, আই গার্ড ব্যবহার করা উচিৎ।

) ধরনরে দূর্ঘটনা এড়াতে মেশিনের নিরাপত্তা কভার গুলো যেমন পুলি কভার , উপর নিচের বেল্ট কভার লাগিয়ে কাজ করা।

) অগ্নি দূর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক কানেকশন গুলো নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়াও নিন্মলিখিত সাবধানতা অবলম্বন করুনঃ-

  • অসুস্থ্য শরীরে কাজ করা বিপদ জনক।
  • অসুস্থ্য বোধ করলে কারখানায় অবস্থিত  চিকিৎসকের পরামর্শ নিন।
  • কাজের সময় তন্দ্রা ঘটাতে পারে এমন ঔষধ সেবন করবেন না।
  • মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
  • সুস্থ্য শ্রমিক অধিক উৎপাদনের  পূর্বশর্ত।

Ø  সর্ব প্রকার সাবধানতা অবলম্বন করে মেশিন চালানো উচিত।

Ø কর্মস্থলে প্রয়োজনীয় ঢিলা পোশাক পরিহার করে এপ্রোন পরা বাঞ্চনীয় অথবা ওড়না ভালোভাবে পেঁচিয়ে কাজ করুন এবং কর্মস্থলে শাড়ি পরা পরিহার করুন

Ø  কাজের সময় অন্য চিন্তা পরিহার করুন

Ø  মূহুর্তের অসাবধানতা বিপদের কারন হতে পারে।

Ø  কাজ শেষে হাত মুখ পরিস্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলুন।

§ বৈদ্যুতিক তারের ইনসুলেটর নষ্ট হয়ে গেলে সর্ট সার্কিট হয়ে র্দূঘটনা ঘটতে পারে।

§ কাজ শুরুর পূর্বে আপনার মেশিন ভালোভাবে এবং নিয়মিত পরীক্ষা করুন। ক্রটি পূর্ণ তার বা মেশিনের  কোন ক্রটি ধরা পড়লে অথবা কারখানার কোথাও কোন ক্রটি পূর্ণ তার বা কোন মেশিন আপনার চোখে ধরা পড়লে সাথে সাথে ইলেকট্রিশিয়ানকে জানান একই সঙ্গে কারখানা কতৃপক্ষকেও অবহিত করুন।

§ মনে রাখবেন ঝুকিপূর্ন মেশিন এবং ক্রটি পূর্ণ বৈদ্যুতিক তারের সর্টসার্কিট গার্মেন্টস্ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের অন্যতম কারন।

  • অসাবধানতা, অন্যমনস্কতা নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণ না করে কাজ করা দূর্ঘটনার প্রধান কারণ।
  • কারখানা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নিয়মিত অগ্নিমহড়ায় এবং প্রশিক্ষনে অংশ নিন।

এই নিরাপত্তা বিধান সম্পূর্ণ ভাবে না মেনে চললে আপনার এবং উৎপাদক মালিক উভয়েরই মারাত্বক ক্ষতি হতে পারে যা সমাজ এবং দেশের জন্যও ক্ষতি বটে।

আয়রন মেশিন হতে সম্ভাব্য দূর্ঘটনা সমূহঃ-

) আয়রন  মেশিনে ব্যবহৃত স্টিম পাইপ দ্বারা হাত পুড়ে যেতে পারে।

) মেশিনের বৈদ্যুতিক কানেকশন লুজ থাকলে অগ্নি দূঘটনা ঘটতে পারে।

দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপঃ-

) আয়রন ম্যানদেরকে অবশ্যই স্টিম পাইপ কভার্ড  করে কাজ করা।

) অগ্নি দূর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক কানেকশন গুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

) সঠিক মাপের পায়ের নীছে রাবার ম্যাট ব্যবহার  নিশ্চিত করা।

এছাড়াও নিন্মলিখিত সাবধানতা অবলম্বন করুনঃ-

  • অসুস্থ্য শরীরে কাজ করা বিপদ জনক।
  • অসুস্থ্য বোধ করলে কারখানায় অবস্থিত  চিকিৎসকের পরামর্শ নিন।
  • কাজের সময় তন্দ্রা ঘটাতে পারে এমন ঔষধ সেবন করবেন না।
  • মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
  • সুস্থ্য শ্রমিক অধিক উৎপাদনের  পূর্বশর্ত।

Ø  সর্ব প্রকার সাবধানতা অবলম্বন করে মেশিন চালানো উচিত।

Ø কর্মস্থলে প্রয়োজনীয় ঢিলা পোশাক পরিহার করে এপ্রোন পরা বাঞ্চনীয় অথবা ওড়না ভালোভাবে পেঁচিয়ে কাজ করুন এবং কর্মস্থলে শাড়ি পরা পরিহার করুন

Ø  কাজের সময় অন্য চিন্তা পরিহার করুন

Ø  মূহুর্তের অসাবধানতা বিপদের কারন হতে পারে।

Ø  কাজ শেষে হাত মুখ পরিস্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলুন।

§ বৈদ্যুতিক তারের ইনসুলেটর নষ্ট হয়ে গেলে সর্ট সার্কিট হয়ে র্দূঘটনা ঘটতে পারে।

§ কাজ শুরুর পূর্বে আপনার মেশিন ভালোভাবে এবং নিয়মিত পরীক্ষা করুন। ক্রটি পূর্ণ তার বা মেশিনের  কোন ক্রটি ধরা পড়লে অথবা কারখানার কোথাও কোন ক্রটি পূর্ণ তার বা কোন মেশিন আপনার চোখে ধরা পড়লে সাথে সাথে ইলেকট্রিশিয়ানকে জানান একই সঙ্গে কারখানা কতৃপক্ষকেও অবহিত করুন।

§ মনে রাখবেন ঝুকিপূর্ন মেশিন এবং ক্রটি পূর্ণ বৈদ্যুতিক তারের সর্টসার্কিট গার্মেন্টস্ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের অন্যতম কারন।

  • অসাবধানতা, অন্যমনস্কতা নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণ না করে কাজ করা দূর্ঘটনার প্রধান কারণ।
  • কারখানা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নিয়মিত অগ্নিমহড়ায় এবং প্রশিক্ষনে অংশ নিন।

এই নিরাপত্তা বিধান সম্পূর্ণ ভাবে না মেনে চললে আপনার এবং উৎপাদক মালিক উভয়েরই মারাত্বক ক্ষতি হতে পারে যা সমাজ এবং দেশের জন্যও ক্ষতি বটে।

কাটিং মেশিন হতে সম্ভাব্য দূর্ঘটনা সমূহঃ-

) কাটিং মেশিনে ব্যবহৃত বে¬ দ্বারা হাত কেটে যেতে পারে।

) মেশিনের বৈদ্যুতিক কানেকশন লুজ থাকলে অগ্নি দূঘটনা ঘটতে পারে।

) অতিরিক্ত ঢিলা হ্যান্ড গেøাভস্ ব্যবহারের কারনে দূঘটনা ঘটতে পারে।

দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপঃ-

) কাটিং মেশিন অপারেটরকে অবশ্যই মেটাল হ্যান্ড গেø¬াভস্ পরিধান করে কাজ করা।

) অগ্নি দূর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক কানেকশন গুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

) সঠিক মাপের মেটাল হ্যান্ড গেø¬াভস্ ব্যাবহার নিশ্চিত করা।

এছাড়াও নিন্মলিখিত সাবধানতা অবলম্বন করুনঃ-

  • অসুস্থ্য শরীরে কাজ করা বিপদ জনক।
  • অসুস্থ্য বোধ করলে কারখানায় অবস্থিত  চিকিৎসকের পরামর্শ নিন।
  • কাজের সময় তন্দ্রা ঘটাতে পারে এমন ঔষধ সেবন করবেন না।
  • মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
  • সুস্থ্য শ্রমিক অধিক উৎপাদনের  পূর্বশর্ত।

Ø  সর্ব প্রকার সাবধানতা অবলম্বন করে মেশিন চালানো উচিত।

Ø কর্মস্থলে প্রয়োজনীয় ঢিলা পোশাক পরিহার করে এপ্রোন পরা বাঞ্চনীয় অথবা ওড়না ভালোভাবে পেঁচিয়ে কাজ করুন এবং কর্মস্থলে শাড়ি পরা পরিহার করুন

Ø  কাজের সময় অন্য চিন্তা পরিহার করুন

Ø  মূহুর্তের অসাবধানতা বিপদের কারন হতে পারে।

Ø  কাজ শেষে হাত মুখ পরিস্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলুন।

§ বৈদ্যুতিক তারের ইনসুলেটর নষ্ট হয়ে গেলে সর্ট সার্কিট হয়ে র্দূঘটনা ঘটতে পারে।

§ কাজ শুরুর পূর্বে আপনার মেশিন ভালোভাবে এবং নিয়মিত পরীক্ষা করুন। ক্রটি পূর্ণ তার বা মেশিনের  কোন ক্রটি ধরা পড়লে অথবা কারখানার কোথাও কোন ক্রটি পূর্ণ তার বা কোন মেশিন আপনার চোখে ধরা পড়লে সাথে সাথে ইলেকট্রিশিয়ানকে জানান একই সঙ্গে কারখানা কতৃপক্ষকেও অবহিত করুন।

§ মনে রাখবেন ঝুকিপূর্ন মেশিন এবং ক্রটি পূর্ণ বৈদ্যুতিক তারের সর্টসার্কিট গার্মেন্টস্ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের অন্যতম কারন।

  • অসাবধানতা, অন্যমনস্কতা নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণ না করে কাজ করা দূর্ঘটনার প্রধান কারণ।
  • কারখানা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নিয়মিত অগ্নিমহড়ায় এবং প্রশিক্ষনে অংশ নিন।

এই নিরাপত্তা বিধান সম্পূর্ণ ভাবে না মেনে চললে আপনার এবং উৎপাদক মালিক উভয়েরই মারাত্বক ক্ষতি হতে পারে যা সমাজ এবং দেশের জন্যও ক্ষতি বটে।

নিটিং মেশিন হতে সম্ভাব্য দূর্ঘটনা সমূহঃ

) নিটিংমেশিনের অতিরিক্ত শব্দ  শ্রবন শক্তি  হ্রাস করে দিতে পারে।

) মেশিনের বৈদ্যুতিক কানেকশন লুজ থাকলে অগ্নি দূঘটনা ঘটতে পারে।

) অতিরিক্ত ডাস্ট বা ময়লা শরীরের ভিতরের অংশে প্রবেশ করে বিভিন্ন রোগ ছড়াতে পারে।

দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপঃ

) নিটিং মেশিন অপারেটরকে অবশ্যই এয়ার  প্লাগ পরিধান করে কাজ করা।

) অগ্নি দূর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক কানেকশন গুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

) নিটিং মেশিন অপারেটরকে অবশ্যই মাক্স পরিধান করে কাজ করা

এছাড়াও নিন্মলিখিত সাবধানতা অবলম্বন করুনঃ-

  • অসুস্থ্য শরীরে কাজ করা বিপদ জনক।
  • অসুস্থ্য বোধ করলে কারখানায় অবস্থিত  চিকিৎসকের পরামর্শ নিন।
  • কাজের সময় তন্দ্রা ঘটাতে পারে এমন ঔষধ সেবন করবেন না।
  • মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
  • সুস্থ্য শ্রমিক অধিক উৎপাদনের  পূর্বশর্ত।

Ø  সর্ব প্রকার সাবধানতা অবলম্বন করে মেশিন চালানো উচিত।

Ø কর্মস্থলে প্রয়োজনীয় ঢিলা পোশাক পরিহার করে এপ্রোন পরা বাঞ্চনীয় অথবা ওড়না ভালোভাবে পেঁচিয়ে কাজ করুন এবং কর্মস্থলে শাড়ি পরা পরিহার করুন

Ø  কাজের সময় অন্য চিন্তা পরিহার করুন

Ø  মূহুর্তের অসাবধানতা বিপদের কারন হতে পারে।

Ø  কাজ শেষে হাত মুখ পরিস্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলুন।

§ বৈদ্যুতিক তারের ইনসুলেটর নষ্ট হয়ে গেলে সর্ট সার্কিট হয়ে র্দূঘটনা ঘটতে পারে।

§ কাজ শুরুর পূর্বে আপনার মেশিন ভালোভাবে এবং নিয়মিত পরীক্ষা করুন। ক্রটি পূর্ণ তার বা মেশিনের  কোন ক্রটি ধরা পড়লে অথবা কারখানার কোথাও কোন ক্রটি পূর্ণ তার বা কোন মেশিন আপনার চোখে ধরা পড়লে সাথে সাথে ইলেকট্রিশিয়ানকে জানান একই সঙ্গে কারখানা কতৃপক্ষকেও অবহিত করুন।

মনে রাখবেন ঝুকিপূর্ন মেশিন এবং ক্রটি পূর্ণ বৈদ্যুতিক তারের সর্টসার্কিট গার্মেন্টস্ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের অন্যতম কারন।

  • অসাবধানতা, অন্যমনস্কতা নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণ না করে কাজ করা দূর্ঘটনার প্রধান কারণ।
  • কারখানা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নিয়মিত অগ্নিমহড়ায় এবং প্রশিক্ষনে অংশ নিন।

এই নিরাপত্তা বিধান সম্পূর্ণ ভাবে না মেনে চললে আপনার এবং উৎপাদক মালিক উভয়েরই মারাত্বক ক্ষতি হতে পারে যা সমাজ এবং দেশের জন্যও ক্ষতি বটে।

ডাইং মেশিন হতে সম্ভাব্য দূর্ঘটনা সমূহঃ

) ডাইং মেশিনের অতিরিক্ত শব্দ  শ্রবন শক্তি  হ্রাস করে দিতে পারে।

) মেশিনের বৈদ্যুতিক কানেকশন লুজ থাকলে অগ্নি দূঘটনা ঘটতে পারে।

) ডাইং মেশিনের গরম পানি হাত বা শরীরের যেকোন স্থানে লাগলে ঝলসে যেতে পারে।

) ডাইং কেমিক্যাল বা কালার শরীর এর যে কোন অংশে লেগে ক্ষতি হতে পারে।

) অতিরিক্ত ডাস্ট বা ময়লা শরীরের ভিতরের অংশে প্রবেশ করে বিভিন্ন রোগ ছড়াতে পারে।

) স্টানটার মেশিনের প্রচন্ড হিট হাত বা শরীরের যে কোন অংশের ক্ষতি হতে পারে।

দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপঃ

) ডাইং মেশিন অপারেটরকে অবশ্যই এয়ার  প্লাগ পরিধান করে কাজ করা।

) অগ্নি দূর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক কানেকশন গুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

) ডাইং মেশিন অপারেটরকে অবশ্যই হ্যান্ড গেøাভস, গামবুট মাস্ক পরিধান করে কাজ করা

এছাড়াও নিন্মলিখিত সাবধানতা অবলম্বন করুনঃ-

  • অসুস্থ্য শরীরে কাজ করা বিপদ জনক।
  • অসুস্থ্য বোধ করলে কারখানায় অবস্থিত  চিকিৎসকের পরামর্শ নিন।
  • কাজের সময় তন্দ্রা ঘটাতে পারে এমন ঔষধ সেবন করবেন না।
  • মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
  • সুস্থ্য শ্রমিক অধিক উৎপাদনের  পূর্বশর্ত।

Ø  সর্ব প্রকার সাবধানতা অবলম্বন করে মেশিন চালানো উচিত।

Ø কর্মস্থলে প্রয়োজনীয় ঢিলা পোশাক পরিহার করে এপ্রোন পরা বাঞ্চনীয় অথবা ওড়না ভালোভাবে পেঁচিয়ে কাজ করুন এবং কর্মস্থলে শাড়ি পরা পরিহার করুন

Ø  কাজের সময় অন্য চিন্তা পরিহার করুন

Ø  মূহুর্তের অসাবধানতা বিপদের কারন হতে পারে।

Ø  কাজ শেষে হাত মুখ পরিস্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলুন।

§ বৈদ্যুতিক তারের ইনসুলেটর নষ্ট হয়ে গেলে সর্ট সার্কিট হয়ে র্দূঘটনা ঘটতে পারে।

§ কাজ শুরুর পূর্বে আপনার মেশিন ভালোভাবে এবং নিয়মিত পরীক্ষা করুন। ক্রটি পূর্ণ তার বা মেশিনের  কোন ক্রটি ধরা পড়লে অথবা কারখানার কোথাও কোন ক্রটি পূর্ণ তার বা কোন মেশিন আপনার চোখে ধরা পড়লে সাথে সাথে ইলেকট্রিশিয়ানকে জানান একই সঙ্গে কারখানা কতৃপক্ষকেও অবহিত করুন।

§ মনে রাখবেন ঝুকিপূর্ন মেশিন এবং ক্রটি পূর্ণ বৈদ্যুতিক তারের সর্টসার্কিট গার্মেন্টস্ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের অন্যতম কারন।

  • অসাবধানতা, অন্যমনস্কতা নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণ না করে কাজ করা দূর্ঘটনার প্রধান কারণ।
  • কারখানা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নিয়মিত অগ্নিমহড়ায় এবং প্রশিক্ষনে অংশ নিন।

এই নিরাপত্তা বিধান সম্পূর্ণ ভাবে না মেনে চললে আপনার এবং উৎপাদক মালিক উভয়েরই মারাত্বক ক্ষতি হতে পারে যা সমাজ এবং দেশের জন্যও ক্ষতি বটে।

প্রিন্টিং মেশিন হতে সম্ভাব্য দূর্ঘটনা সমূহঃ

) প্রিন্টিং মেশিনের অতিরিক্ত শব্দ  শ্রবন শক্তি  হ্রাস করে দিতে পারে।

) মেশিনের বৈদ্যুতিক কানেকশন লুজ থাকলে অগ্নি দূঘটনা ঘটতে পারে।

) প্রিন্টিং মেশিনের বেড প্রেসের সময় হাত সাবধানে রাখতে হবে যাতে চাপ না লাগে

) প্রিন্টিং কালার মিক্সিং এর সময় শরীর এর যে কোন অংশে লেগে ক্ষতি হতে পারে।

) অতিরিক্ত ডাস্ট বা ময়লা শরীরের ভিতরের অংশে প্রবেশ করে বিভিন্ন রোগ ছড়াতে পারে।

দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপঃ

১) প্রিন্টিং মেশিন অপারেটরকে অবশ্যই এয়ার  প্লাগ পরিধান করে কাজ করা।

২) অগ্নি দূর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক কানেকশন গুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

৩) প্রিন্টিং মেশিন অপারেটর/ মিক্সিং ম্যানকে কে অবশ্যই হ্যান্ড গেøাভস, গামবুট ও মাস্ক পরিধান করে কাজ করা ।

এছাড়াও নিন্মলিখিত সাবধানতা অবলম্বন করুনঃ-

  • অসুস্থ্য শরীরে কাজ করা বিপদ জনক।
  • অসুস্থ্য বোধ করলে কারখানায় অবস্থিত  চিকিৎসকের পরামর্শ নিন।
  • কাজের সময় তন্দ্রা ঘটাতে পারে এমন ঔষধ সেবন করবেন না।
  • মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
  • সুস্থ্য শ্রমিক অধিক উৎপাদনের  পূর্বশর্ত।

Ø  সর্ব প্রকার সাবধানতা অবলম্বন করে মেশিন চালানো উচিত।

Ø কর্মস্থলে প্রয়োজনীয় ঢিলা পোশাক পরিহার করে এপ্রোন পরা বাঞ্চনীয় অথবা ওড়না ভালোভাবে পেঁচিয়ে কাজ করুন এবং কর্মস্থলে শাড়ি পরা পরিহার করুন

Ø  কাজের সময় অন্য চিন্তা পরিহার করুন

Ø  মূহুর্তের অসাবধানতা বিপদের কারন হতে পারে।

Ø  কাজ শেষে হাত মুখ পরিস্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলুন।

§ বৈদ্যুতিক তারের ইনসুলেটর নষ্ট হয়ে গেলে সর্ট সার্কিট হয়ে র্দূঘটনা ঘটতে পারে।

§ কাজ শুরুর পূর্বে আপনার মেশিন ভালোভাবে এবং নিয়মিত পরীক্ষা করুন। ক্রটি পূর্ণ তার বা মেশিনের  কোন ক্রটি ধরা পড়লে অথবা কারখানার কোথাও কোন ক্রটি পূর্ণ তার বা কোন মেশিন আপনার চোখে ধরা পড়লে সাথে সাথে ইলেকট্রিশিয়ানকে জানান একই সঙ্গে কারখানা কতৃপক্ষকেও অবহিত করুন।

§ মনে রাখবেন ঝুকিপূর্ন মেশিন এবং ক্রটি পূর্ণ বৈদ্যুতিক তারের সর্টসার্কিট গার্মেন্টস্ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের অন্যতম কারন।

  • অসাবধানতা, অন্যমনস্কতা নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণ না করে কাজ করা দূর্ঘটনার প্রধান কারণ।
  • কারখানা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নিয়মিত অগ্নিমহড়ায় এবং প্রশিক্ষনে অংশ নিন।

এই নিরাপত্তা বিধান সম্পূর্ণ ভাবে না মেনে চললে আপনার এবং উৎপাদক মালিক উভয়েরই মারাত্বক ক্ষতি হতে পারে যা সমাজ এবং দেশের জন্যও ক্ষতি বটে।

জেনারেটর এবং বয়লার হতে সম্ভাব্য দূর্ঘটনা সমূহঃ

) জেনারেটর বয়লারের অতিরিক্ত শব্দ  শ্রবন শক্তি  হ্রাস করে দিতে পারে।

) জেনারেটর এবং বয়লারের বৈদ্যুতিক কানেকশন লুজ থাকলে অগ্নি দূর্ঘটনা ঘটতে পারে।

) জেনারেটর এর কালো ধোয়ায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুস হৃদরোগ সহ নানা ধরনের শারীরিক সমস্য হতে পারে

) যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার না করার ফলে দুর্ঘটনা ঘটতে পারে।

) অতিরিক্ত ডাস্ট বা ময়লা শরীরের ভিতরের অংশে প্রবেশ করে বিভিন্ন রোগ ছড়াতে পারে।

) বয়লারে অতিরিক্ত প্রেশারের ফলে যে কোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

) বয়লারের ষ্টিম লাইনে লিকেজ এর কারনে দুর্ঘটনা ঘটতে পারে।

দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপঃ

) জেনারেটর বয়লারের অপারেটরকে অবশ্যই এয়ার  প্লাগ পরিধান করে কাজ করা।

) অগ্নি দূর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক কানেকশন গুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

) কর্মরত সকলকে অবশ্যই হ্যান্ড গেøাভস, গামবুট মাস্ক পরিধান করে কাজ করা

) জেনারেটর বয়লার রুমে কোন দাহ্য বস্তু না রাখা।

) জেনারেটর এবং বয়লারের সকল পাইপের জয়েন্টগুলো সঠিকভাবে চেক করতে হবে।

এছাড়াও নিন্মলিখিত সাবধানতা অবলম্বন করুনঃ-

  • অসুস্থ্য শরীরে কাজ করা বিপদ জনক।
  • অসুস্থ্য বোধ করলে কারখানায় অবস্থিত  চিকিৎসকের পরামর্শ নিন।
  • কাজের সময় তন্দ্রা ঘটাতে পারে এমন ঔষধ সেবন করবেন না।
  • মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
  • সুস্থ্য শ্রমিক অধিক উৎপাদনের  পূর্বশর্ত।

Ø  সর্ব প্রকার সাবধানতা অবলম্বন করে মেশিন চালানো উচিত।

Ø কর্মস্থলে প্রয়োজনীয় ঢিলা পোশাক পরিহার করে এপ্রোন পরা বাঞ্চনীয় অথবা ওড়না ভালোভাবে পেঁচিয়ে কাজ করুন এবং কর্মস্থলে শাড়ি পরা পরিহার করুন

Ø  কাজের সময় অন্য চিন্তা পরিহার করুন

Ø  মূহুর্তের অসাবধানতা বিপদের কারন হতে পারে।

Ø  কাজ শেষে হাত মুখ পরিস্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলুন।

§ বৈদ্যুতিক তারের ইনসুলেটর নষ্ট হয়ে গেলে সর্ট সার্কিট হয়ে র্দূঘটনা ঘটতে পারে।

§ কাজ শুরুর পূর্বে আপনার মেশিন ভালোভাবে এবং নিয়মিত পরীক্ষা করুন। ক্রটি পূর্ণ তার বা মেশিনের  কোন ক্রটি ধরা পড়লে অথবা কারখানার কোথাও কোন ক্রটি পূর্ণ তার বা কোন মেশিন আপনার চোখে ধরা পড়লে সাথে সাথে ইলেকট্রিশিয়ানকে জানান একই সঙ্গে কারখানা কতৃপক্ষকেও অবহিত করুন।

§ মনে রাখবেন ঝুকিপূর্ন মেশিন এবং ক্রটি পূর্ণ বৈদ্যুতিক তারের সর্টসার্কিট গার্মেন্টস্ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের অন্যতম কারন।

  • অসাবধানতা, অন্যমনস্কতা নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণ না করে কাজ করা দূর্ঘটনার প্রধান কারণ।
  • কারখানা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নিয়মিত অগ্নিমহড়ায় এবং প্রশিক্ষনে অংশ নিন।

এই নিরাপত্তা বিধান সম্পূর্ণ ভাবে না মেনে চললে আপনার এবং উৎপাদক মালিক উভয়েরই মারাত্বক ক্ষতি হতে পারে যা সমাজ এবং দেশের জন্যও ক্ষতি বটে।

এমব্রোডারী মেশিন হতে সম্ভাব্য দূর্ঘটনা সমূহঃ

) এমব্রোডারী মেশিনের অতিরিক্ত শব্দ  শ্রবন শক্তি  হ্রাস করে দিতে পারে।

) মেশিনের বৈদ্যুতিক কানেকশন লুজ থাকলে অগ্নি দূঘটনা ঘটতে পারে।

) মেশিনে ব্যবহৃত সুচ (ঘববফষব) আঙ্গুলে, চোখে বা শরীরের অন্য কোন স্থানে আঘাত করতে পারে

) অতিরিক্ত ডাস্ট বা ময়লা শরীরের ভিতরের অংশে প্রবেশ করে বিভিন্ন রোগ ছড়াতে পারে।

দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপঃ

) মেশিন অপারেটরকে অবশ্যই এয়ার  প্লাগ পরিধাণ করে কাজ করা।

) অগ্নি দূর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক কানেকশন গুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

) মেশিন অপারেটরকে অবশ্যই হ্যান্ড গেøাভস্ মাস্ক পরিধাণ করে কাজ করা

এছাড়াও নিন্মলিখিত সাবধানতা অবলম্বন করুনঃ-

  • অসুস্থ্য শরীরে কাজ করা বিপদ জনক।
  • অসুস্থ্য বোধ করলে কারখানায় অবস্থিত  চিকিৎসকের পরামর্শ নিন।
  • কাজের সময় তন্দ্রা ঘটাতে পারে এমন ঔষধ সেবন করবেন না।
  • মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
  • সুস্থ্য শ্রমিক অধিক উৎপাদনের  পূর্বশর্ত।

Ø  সর্ব প্রকার সাবধানতা অবলম্বন করে মেশিন চালানো উচিত।

Ø কর্মস্থলে প্রয়োজনীয় ঢিলা পোশাক পরিহার করে এপ্রোন পরা বাঞ্চনীয় অথবা ওড়না ভালোভাবে পেঁচিয়ে কাজ করুন এবং কর্মস্থলে শাড়ি পরা পরিহার করুন

Ø  কাজের সময় অন্য চিন্তা পরিহার করুন

Ø  মূহুর্তের অসাবধানতা বিপদের কারন হতে পারে।

Ø  কাজ শেষে হাত মুখ পরিস্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলুন।

§ বৈদ্যুতিক তারের ইনসুলেটর নষ্ট হয়ে গেলে সর্ট সার্কিট হয়ে র্দূঘটনা ঘটতে পারে।

§ কাজ শুরুর পূর্বে আপনার মেশিন ভালোভাবে এবং নিয়মিত পরীক্ষা করুন। ক্রটি পূর্ণ তার বা মেশিনের  কোন ক্রটি ধরা পড়লে অথবা কারখানার কোথাও কোন ক্রটি পূর্ণ তার বা কোন মেশিন আপনার চোখে ধরা পড়লে সাথে সাথে ইলেকট্রিশিয়ানকে জানান একই সঙ্গে কারখানা কতৃপক্ষকেও অবহিত করুন।

§ মনে রাখবেন ঝুকিপূর্ন মেশিন এবং ক্রটি পূর্ণ বৈদ্যুতিক তারের সর্টসার্কিট গার্মেন্টস্ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের অন্যতম কারন।

  • অসাবধানতা, অন্যমনস্কতা নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণ না করে কাজ করা দূর্ঘটনার প্রধান কারণ।
  • কারখানা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নিয়মিত অগ্নিমহড়ায় এবং প্রশিক্ষনে অংশ নিন।

এই নিরাপত্তা বিধান সম্পূর্ণ ভাবে না মেনে চললে আপনার এবং উৎপাদক মালিক উভয়েরই মারাত্বক ক্ষতি হতে পারে যা সমাজ এবং দেশের জন্যও ক্ষতি বটে।

 

ভবিষ্যতে কর্তৃপক্ষ অত্র পলিসি প্রয়োজনে যেকোন পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষন করেন।

 

 

 

 

 

 

প্রস্ততকারী                  সমন্বয়কারী      অনুমোদনকারী

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ