কমপ্লায়েন্স কি ? || What is Compliance?

 

কমপ্লায়েন্স (Compliance) কি?



ইংরেজী Comply শব্দ হতে Compliance শব্দের উৎপত্তি। Comply শব্দের অর্থ হলো মেনে চলা। অন্যদিকে, Compliance শব্দের আভিধানিক অর্থ হলো পরের ইচ্ছা পূরণে সম্মত হওয়াকে বুঝায়।

 

প্রকৃত অর্থে, একটি প্রতিষ্ঠানে আই. এল. কনভেনশন, দেশের প্রচলিত শ্রম অন্যান্য আনুষাঙ্গিক আইন, বায়ার আচরণবিধি (Code of Conduct) কোম্পানীর নিজস্ব নিয়ম-কানুন মেনে চলার নাম কমপ্লায়েন্স।



·     শ্রম আইন  ৮০%

·     আই এল কনভেনশন  ১০%

·     বায়ার কোম্পানীর সিওসি  ১০%


কমপ্লায়েন্স হিসেবে স্বীকৃত কারখানার সুবিধাসমূহ

   বিখ্যাত ক্রেতারা কারখানাটির ব্যাপারে আগ্রহী হয়;

Ø      কারখানা সরাসরি বায়ারের সাথে কাজ করার সুযোগ পায়;

Ø     পন্যের ভালো মূল্যের জন্য দর কষাকষি করা সহজ হয়;

Ø     নিয়মিত পন্যের অর্ডার পাওয়া যায়;

Ø       কর্মীরা কাজে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাতে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়;

Ø      কাজের মান ভাল হয়;

Ø       কর্মী স্থানান্তারের হার হ্রাস পায়, ফলে দক্ষ জনশক্তিতে পরিনত হয়;

Ø      দূর্ঘটনা ঘটার সম্ভাবনা হ্রাস পায়;

Ø      শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রন পর্যায়ে থাকে;

Ø       মলিক-শ্রমিক সম্পর্ক সুদৃঢ় হয়;

Ø       কর্মীরা কাজের প্রতি আগ্রহী হয়;

Ø       ব্যবসায় গতিশীলতা ধারাবাহিকতা বজায় থাকে;

Ø       সামাজিক সম্পর্কের উন্নয়ন ঘটে;

Ø      জাতীয় আর্ন্তজাতিক বাজারে ব্যবসা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনাম বৃদ্ধি পায়; এবং

Ø       দেশের পোষাক শিল্পের ইতিবাচক ইমেজ তৈরী হয়, যা আর্ন্তজাতিক বাজারে আমাদের অবস্থানকে সুদৃঢ় করে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ