360-Degree Feedback System হলো একটি আধুনিক
এবং ব্যাপক Performance Appraisal
পদ্ধতি, যেখানে একজন কর্মীর পারফরম্যান্স
মূল্যায়ন করা হয় বিভিন্ন
দৃষ্টিকোণ থেকে—উর্ধ্বতন, সহকর্মী, অধস্তন এবং কখনো কখনো
ক্লায়েন্ট বা নিজেই (self-assessment) করে থাকে।
✅ 360-Degree Feedback
System: সংক্ষিপ্ত
পরিচিতি
🔹 কীভাবে কাজ করে?
একজন
কর্মীর সম্পর্কে ফিডব্যাক সংগ্রহ করা হয় নিচের
উৎস থেকে:
- Line Manager/Supervisor
- Peers (সহকর্মী)
- Subordinates (অধস্তন কর্মী)
- Self (নিজের
মূল্যায়ন)
- Clients/Customers (যদি প্রযোজ্য
হয়)
🎯 লক্ষ্য ও উদ্দেশ্য
- কর্মীর
ব্যাপক ও নিরপেক্ষ মূল্যায়ন
- আচরণগত
দক্ষতা
(Behavioral Competency) যাচাই
- উন্নয়ন
চাহিদা
(Development Needs) শনাক্ত
করা
- লিডারশিপ
ও Succession
Planning উন্নয়ন
🛠️ উদাহরণ: একটি 360° ফিডব্যাক মূল্যায়ন এলাকা
মূল্যায়ন ক্ষেত্র |
Supervisor |
Peer |
Subordinate |
Self |
Communication Skill |
✅ |
✅ |
✅ |
✅ |
Decision Making |
✅ |
✅ |
✅ |
✅ |
Team Collaboration |
✅ |
✅ |
✅ |
✅ |
Leadership Ability |
✅ |
✅ |
✅ |
|
Time Management |
✅ |
✅ |
✅ |
✅ |
📋 ধাপসমূহ (Implementation
Steps):
🔹 1. Planning &
Communication
- উদ্দেশ্য
ও উপকারিতা কর্মীদের কাছে স্পষ্ট করুন
- ফিডব্যাক
যেন গোপন থাকে তা নিশ্চিত করুন
🔹 2. Feedback Tool
Design
- সহজ
ও নিরপেক্ষ প্রশ্ন তৈরি করুন (Rating +
Comments)
- Google Forms, Microsoft Forms, বা HRIS সফটওয়্যার ব্যবহার করতে পারেন
🔹 3. Select Feedback
Providers
- প্রতিটি
কর্মীর জন্য নির্দিষ্ট সংখ্যক Supervisor,
Peer, Subordinate নির্বাচন
করুন (random বা manager দ্বারা)
🔹 4. Collect
Feedback
- নির্দিষ্ট
সময়ের মধ্যে গোপনীয়ভাবে ফিডব্যাক সংগ্রহ করুন
🔹 5. Analyze the
Data
- প্রতিটি
ক্যাটাগরিতে গড় স্কোর এবং কমেন্ট বিশ্লেষণ করুন
🔹 6. One-on-One
Review Session
- ফলাফল
কর্মীর সঙ্গে শেয়ার করুন, strengths &
development area ব্যাখ্যা
করুন
🔹 7. Create
Development Plan
- Training, Coaching, বা
Assignment দিয়ে কর্মীর উন্নয়ন নিশ্চিত করুন
⚖️ সুবিধা ও চ্যালেঞ্জ
✅ সুবিধা:
- ব্যাপক
ও ব্যালান্সড ফিডব্যাক
- Blind spots (নিজের
দুর্বলতা) চিহ্নিত হয়
- লিডারশিপ
স্কিল যাচাই ভালোভাবে হয়
- কর্মীদের
মধ্যে স্বচ্ছতা ও আত্ম-উন্নয়নের সুযোগ
❌ চ্যালেঞ্জ:
- Bias বা
পক্ষপাতিত্বের আশঙ্কা
- Confidentiality না
থাকলে ফিডব্যাক মিথ্যা হতে পারে
- সময়সাপেক্ষ
ও ডেটা বিশ্লেষণে দক্ষতা প্রয়োজন
📌 360-Degree
Feedback কখন বেশি কার্যকর?
- Managerial বা
Leadership Position-এ
- Employee Development Planning-এ
- Succession Planning/Promotion সিদ্ধান্তে
- Culture Improvement Initiative-এ
0 Comments