২৪) ভাঁঙ্গা সুঁচ নীতিমালা


ভাঁঙ্গা
সুঁচ নীতিমালা

(Broken Needle Policy)

উদ্দেশ্যঃ   কারখানার ভাঁঙ্গা সূঁচ/ট্যাগ গান বা নিডেল নীতিমালা যথাযথভাবে বাস্তাবায়ন করা।

নীতিমালা কার্যকরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি/ বিভাগঃ কমপ্লায়েন্স এবং মানব সম্পদ বিভাগ

নীতিমালা সর্বশেষ সংশোধনের তারিখঃ        

পরবর্তী সংশোধনের তারিখঃ                           

 

. প্রত্যেক অপারেটর তার মেশিনের ধরণ অনুযায়ী প্রযোজ্য নিডেল ব্যবহার করবে।

. প্রত্যেক অপারেটরের কাছে নির্দিষ্ট মেশিনের ধরণ অনুযায়ী অতিরিক্ত নিডেল কোন অবস্থাতেই থাকতে পারবে না।

. নিডেল সংরক্ষক ব্যক্তি ছাড়া অন্য কেউ কোন ভাবেই কোন নিডেল ইস্যু করতে পারবে না, অথবা অন্য কোন মেশিন হতে নিডেল আনতে পারবে না।

. নিডেলম্যান অবশ্যই ভাঙ্গা নিডেলের সম্পূর্ণ অংশ ছাড়া অপারেটরদেরকে নিডেল দিতে পারবে না।

. যদি কখনো কোন নিডেলের অংশ বা খুব বেশি ক্ষুদ্র অংশ খুজে না পাওয়া যায় অথবা সংশ্লিষ্ট অপারেটর ভাঙ্গা অংশ জমা দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে যে গার্মেন্টস সেলাই করার সময় নিডেলটি ভেঙ্গে ছিল তা হাত মেটাল ডিটেক্টর দিয়ে ভালোভাবে পরীক্ষা করতে হবে।

. তৈরী পোশাকের সংশ্লিষ্ট অংশ প্রথমে পরীক্ষা করে ভাঙ্গা নিডেল পাওয়া না গেলে সুপারভাইজার কর্তৃক উক্ত তৈরী পোশাকের সম্পূর্ণ বান্ডিল বা উক্ত পোশাকের অংশ নিডেল ডিটেক্টর মেশিনে পরীক্ষার জন্য প্রেরণ করা।

. লাইন সুপারভাইজারের স্বাক্ষর ছাড়া কোন অবস্থাতেই অপারেটকে নতুন নিডেল ইস্যু করা যাবে না। লাইন সুপাভাইজার তখনি নিডেলম্যানকে অনুরোধ করবেন নতুন নিডেল দেওয়ার জন্য যখন লাইন সুপারভাইজার নিশ্চিত হবেন যে, নিডেলের ভাঙ্গা অংশ কোন গার্মেন্টেসে বা আশেপাশে কোথাও নাই।

. নিডেলম্যানকে অবশ্যই ভাঙ্গা নিডেলের অংশ সাথে সাথে নিডেল রেজিষ্টারে টেপ দ্বারা আটকাতে হবে।

. প্রত্যেক অপারেটরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে, দিনে অন্তত তিনবার নিজ নিজ মেশিনের ভিতরের অংশ ভালোভাবে পরীক্ষা করবেন যাতে কোন ভাঙ্গা নিডেলের অংশ মেশিনের ভিতরে না থাকে।

    ১ম বার   - কাজ শুরু করার প্রথমে।

   ২য় বার    - মধাহ্ন বিরতির পর কাজ শুরুর পূর্বে।

   ৩য় বার   - ফ্যাক্টরী ছুটি হওয়ার কম পক্ষে ১০ মিনিট পূর্বে।

১০. নিডেল ম্যান প্রতিদিন জেনারেল স্টোর থেকে চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সংখ্যক নিডেল রেজিষ্টারে লিপিবদ্ধ করে নিয়ে আসবেন এবং দিনের শেষে আবশিষ্ট নিডেল আবার জেনারেল স্টোওে জমা দিয়ে আসবেন।

১১. কারখানার প্রোডাক্ট সেইফটি অফিসার প্রতিদিন উক্ত নীতিমালা মোতাবেক নিডেল স্টোরে সংরক্ষন এবং ফ্লোরে ব্যবহার হচ্ছে কী না তা নিশ্চিত করবেন এবং উক্ত রিপোট প্রতিদিন যথাযথভাবে কারখানার কমপ্লায়েন্স বিভাগের প্রধানকে অবগত করবেন।

 

 

 

প্রস্ততকারী          সমন্বয়কারী              অনুমোদনকারী


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ