২১) কল্যাণমূলক (ওয়েলফেয়ার) নীতিমালা

 

     


কল্যাণমূলক
(ওয়েলফেয়ার) নীতিমালা

       Welfare Policy

উদ্দেশ্যঃ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী-২০১৩) শ্রম বিধি-২০১৫ এবং সম্মানীত ক্রেতা সাধারণের নীতিমালা অনুযায়ী কারখানায় কর্মরত সকলের কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করা।

নীতিমালা কার্যকরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি/ বিভাগঃ কমপ্লায়েন্স এবং মানব সম্পদ বিভাগ

নীতিমালা সর্বশেষ সংশোধনের তারিখঃ        

পরবর্তী সংশোধনের তারিখঃ                          

                                                     

----------- লিঃ কর্তৃপক্ষ শ্রমিক, কর্মচারীদের কল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে সর্বদা সচেতন। এই লক্ষ্যে দেশবন্ধু টেক্সটাইল মিলস লিঃ নিম্নলিখিত কল্যাণমূলক সুবিধাদি শ্রমিক, কর্মচারীদের প্রদান করে থাকে।

 

Ø  প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদিঃ কারখানায় কর্মরত শ্রমিক, কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রত্যেক ফ্লোরে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী-২০১৩) শ্রম বিধি-২০১৫ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি সম্বলিত প্রয়োজনীয় সংখ্যক প্রাথমিক চিকিৎসা বাক্স রয়েছে। প্রত্যেকটি প্রাথমিক চিকিৎসা বাক্স প্রশিক্ষণপ্রাপ্ত ০২ (দুই) জন ব্যক্তির অধীনে আছে এবং তাদের ছবিসহ নাম প্রাথমিক চিকিৎসা বাক্সে লাগানো আছে। এছাড়াও তাদের সনাক্তকরনের জন্য সাদা রংয়ের এ্যাপ্রোন প্রদান করা আছে।

Ø  মেডিক্যাল রুমঃ কারখানায় কর্মরত শ্রমিক, কর্মচারীদের চিকিৎসা সুবিধা প্রদানের জন্য বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী-২০১৩) শ্রম বিধি-২০১৫ অনুযায়ী একটি মেডিক্যাল রুম রয়েছে যেখানে কাজ চলাকালীন সময়ে কর্মরত শ্রমিক, কর্মচারীদের  চিকিৎসা সুবিধা প্রদান করা হয়। উক্ত মেডিক্যাল রুমে পুরুষ এবংমহিলা শ্রমিকের জন্য আলাদা বেডের ব্যবস্থা করা আছে। এছাড়াও নিকটস্থ হাসপাতাল (হালিম জেনারেল হাসপাতাল) এর সাথে কারখানার চুক্তি রয়েছে যেখানে জরুরী প্রয়োজনে শ্রমিক, কর্মচারীদের চিকিৎসা করানো হয়।

Ø  পান করার পানিঃ কারখানায় কর্মরত শ্রমিক, কর্মচারীদের পান করার জন্য প্রত্যেক ফ্লোরে প্রয়োজনীয় সংখ্যক বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা আছে। ০১ (এক) বছর পর পর বুয়েট/ আই.সি.ডি.ডি.আর.বি থেকে পান করার পানি উপযোগী কিনা তা পরীক্ষা করা হয়।

Ø  ডাইনিং রুমঃ কারখানায় কর্মরত শ্রমিক, কর্মচারীদের খাবার খাওয়ার জন্য চেয়ার, টেবিল, বেঞ্চসহ সুসজ্জিত ডাইনিং রুম রয়েছে যেখানে শ্রমিক, কর্মচারী একত্রে বসে খাবার খেতে পারেন।

Ø  শিশু কক্ষঃ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী-২০১৩) এবং শ্রম বিধি-২০১৫ অনুযায়ী কারখানায় নিযুক্ত মহিলা শ্রমিকদের (ছয়) বছরের কম বয়সী শিশু সন্তানদের রাখার জন্য একটি সুসজ্জিত শিশু কক্ষ রয়েছে। যেখানে কাজ চলাকালীন সময়ে মহিলা শ্রমিকরা তাদের (ছয়) বছরের কম বয়সী শিশু সন্তানদের নিরাপদে রেখে দৈনন্দিন কাজ পরিচালনা করতে পারে। এছাড়াও  শিশুদের পরিচর্যা করার জন্য একজন শিশু পরিচর্যাকারী রয়েছেন।

Ø  টয়লেট সুবিধাঃ কারখানায় কর্মরত পুরুষ এবং মহিলা শ্রমিকদের জন্য আলাদা আলাদা ভাবে উপযুক্ত টয়লেট সুবিধাদির ব্যবস্থা আছে। উক্ত টয়লেট সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং সহজেই সবাই ব্যবহার করতে পারে।

Ø  নায্য মূল্যের দোকানঃ কারখানায় কর্মরত শ্রমিক, কর্মচারীদের জন্য একটি নায্য মূল্যের দোকান রয়েছে। যেখানে শ্রমিক, কর্মচারীবৃন্দ চাহিদা মোতাবেক তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাম্যগ্রী নায্য মূল্যে আইডি কার্ড ব্যবহার করে বাকীতে ক্রয় করতে পারেন।


 

 

প্রস্ততকারী      সমন্বয়কারী     অনুমোদনকারী

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ