Detailed discussion of job clearance certificate ( ক্লিয়ারেন্স সার্টিফিকেট )

কোম্পানি থেকে অব্যাহতি নেওয়ার সময় ক্লিয়ারেন্স সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর মাধ্যমে কোম্পানির কাছে কোন দেনা পাওনা আছে কিনা সেটা নিশ্চিত করা হয় এবং নতুন কোন কোম্পানিতে যোগদান করতে হলে অবশ্যই ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেক করে তারা নিয়োগ দিয়ে থাকে


ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোন কোন  বিষয় থাকেঃ

ক্লিয়ারেন্স সার্টিফিকেট যে ব্যক্তি কে ক্লিয়ারেন্স দেওয়া হয় তার -

নাম 

পদবী 

বিভাগ 

অফিশিয়াল আইডি নম্বর

উক্ত ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রত্যেক সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ মন্তব্য সহ স্বাক্ষর করে থাকে এবং  যাকে ক্লিয়ারেন্স দেয়া হবে তার কাছে যদি কোন দেনা-পাওনা থেকে থাকে তবে মন্তব্যের ঘরে উল্লেখ করা হয়ে থাকে।

 আরো জানতে
কল্যাণ কর্মকর্তা ও বিবিধ অলোচনা || Responsibilities of Welfare Officer & Details

আরো কয়েকটি বিষয় উল্লেখ করা হয়  তার ব্যবহৃত জিনিসপত্র যেমন কম্পিউটার কনফিডেনশিয়াল ডকুমেন্ট ,গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সফট কপি , ডকুমেন্টের হার্ডকপি, আরো অন্যান্য জিনিস যদি তার কাছে থেকে থাকে সেগুলো লিখিতভাবে  বুঝিয়ে নেওয়া হয় তাছাড়া বিভিন্ন ধরনের চাবি, আইডি কার্ড, মোবাইল, সিম, ফাইল কেবিনেট ,স্ট্যাপলার, ক্যালকুলেটার ইত্যাদি বিষয়গুলো তার কাছ থেকে লিখিতভাবে বুঝিয়ে নেওয়া হয়। 

এই বিষয়গুলো নিশ্চিত হলে যাকে ক্লিয়ারেন্স দেওয়া হবে সেই কর্মীর স্বাক্ষর নেওয়া হয়।

সর্বশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  স্বাক্ষর নিয়ে অনুমোদন দেয়া হয়

                                                     ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্রি ডাউনলোড


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ