Welfare Expert in Labor Law & Rules (45 Days)

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে নিচের লিংকে ক্লিক- করুন

Welfare Expert in Labor Law & Rules

দুইটি ক্লাশ করার পর কোর্স কারিকুলাম ,শেখানোর পদ্ধতি ও কৌশল  সম্পর্কিত কোন ধরনের কমপ্লেইন থাকলে টাকা রিফান্ডের ব্যবস্থা । 



বাংলাদেশ শ্রম আইন শ্রম বিধিমালা অনুসারে কল্যাণ কর্মকর্তা  (Welfare officer)

কল্যাণ কর্মকর্তাসম্পর্কে বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ এর বিধি  ৭৯ অনুসারে- (১) ধারা ৮৯ (৮) এর বিধান মোতাবেক কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে উহাতে নিযুক্ত শ্রমিকের সংখ্যা ৫০০ জন বা ততোধিক থাকিলে এবং চা বাগান বা অন্যান্য বাগানের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা ৫০০ জন বা ইহার অধিক হইলে একজন যোগ্যতাসম্পন্ন কল্যাণ কর্মকর্তা থাকিতে হইবে ।

বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ এর বিধি  ৭৯ (কল্যান কর্মকর্তা যোগ্যতা হবে নিম্নরূপ-যথা:-

(কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী এবং শ্রম  শিল্প সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞ  বিশেষ   প্রশিক্ষণপ্রাপ্তএবং

(শ্রম আইন শিল্প সম্পর্কঅনুযোগঅভিযোগ নিষ্পত্তিতে দক্ষতাসম্পন্ন 



এই কোর্স কেন করবেন?

এই প্রতিযোগীতামূলক চাকুরীর বাজারে ফ্রেসার হিসেবে নিজেকে ওয়েলফেয়ার অফিসার হিসাবে চাকুরী পাওয়ার ক্ষেত্রে কাজের দক্ষতা অর্জন করা এবং মানসম্মত বেতনে চাকুরী পাওয়া ।   
শ্রম আইন শিল্প সম্পর্ক, অনুযোগ-অভিযোগ নিষ্পত্তিতে দক্ষতা অর্জন। 
শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে যে কোন প্রতিষ্ঠানে নিয়োগকৃত পদবী ওয়েলফেয়ার অফিসার হিসাবে নিজের কর্মজীবন প্রতিষ্ঠা করা। নিজেকে একজন সফল ওয়েলফেয়ার অফিসার হিসাবে তৈরী করা ।  
ফ্রেসারদের সহজে ওয়েলফেয়ার অফিসারে হিসাবে চাকুরী পাওয়া এবং অভিজ্ঞতাদের দ্রুত পদোন্নতি পাওয়া।
শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে ওয়েলফেয়ার অফিসারের বিভিন্ন ডোকুমেন্ট তৈরী করার  কৌশল জানা। 
 স্যোসাল কমপ্লায়েন্স অডিট ও বিভিন্ন বায়ারের সিওসি সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা । 
স্যোসাল কমপ্লায়েন্স অডিট সহ বিভিন্ন অডিট ফেস করার কৌশল জানা ।
শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে বিভিন্ন কমিটি ম্যানেজমেন্ট,গ্রিভেন্স হেন্ডেলিং, বিভিন্ন ধরনের কাউন্সিলিং, শিশু কক্ষ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন । । 
দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একঝাঁক মেনটরের গবেষণার ভিত্তিতে সিলেবাস তৈরী ।
দীর্ঘদিন অভিজ্ঞাতা সম্পন্ন মেনটরের তত্ত্ববধানে শেখার ব্যবস্থা ।
কোর্সের কোন বিষয়ে না  বুঝতে বা শিখতে পারলে উক্ত বিষয়ে ফ্রি ক্লাস করার সুযোগ।
গ্রুপে জয়েন্ট করানোর মাধ্যমে গ্রুপ সাপোর্ট
দুইটি ক্লাশ করার পর কোর্স কারিকুলাম ,শেখানোর পদ্ধতি ও কৌশল  সম্পর্কিত কোন ধরনের কমপ্লেইন থাকলে টাকা রিফান্ডের ব্যবস্থা । 
নাম মাত্র ফিতে আপনার দক্ষতা অর্জন করে জব পাওয়া  ।  


কোর্সের বৈশিষ্ট্য

অভিজ্ঞ মেনটর দ্বারা পরিচালিত।
৪৫ দিন মেয়াদী কোর্স সম্পূর্ন অন লাইন নির্ভর ।
বাংলাদেশ শ্রম আইনের সাথে সমন্বয় রেখে যুগ উপযোগী কারিকুলাম নির্ভর।
আইন অনুসারে ধারাবাহিকভাবে শেখানোর ব্যবস্থা ।
বেশি বেশি অনুশীলনের জন্য ক্লাস এসাইনমেন্টের ব্যবস্থা ।
গ্রেডিং পদ্ধতির মাধ্যমে পরীক্ষা মূল্যায়নের ব্যবস্থা ।
ওয়েব সাইটের মাধ্যমে সার্টিফিকেট ভেরিফিকেশনের ব্যবস্থা ।
ওপেনবুক পদ্ধতির মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা ।

কোর্স এ ভর্তি হওয়ার শর্তাবলী 


১) কম্পিউটার বা লেপটপ থাকতে হবে ।
২) নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে ।
৩) ক্লাস চলাকালে ভিডিও অন রাখতে হবে । 

কোর্সে ভর্তির শিক্ষাগত যোগ্যতা 
    
স্নাত্বক বা সমমানের ডিগ্রি পাশ ।


ভর্তির শুরু ও শেষ তারিখ

০১ জুলাই ২০২৪ ইং হতে আগামী ১৫ জুলাই ২০২৪ ইং  ।

স্পেশাল অফারে কোর্স ফি

স্পেশাল অফারঃ রেগুলার কোর্স ফি ৩০০০/- আগামী ১২ জুলাই এর মধ্যে ভর্তি হলে ডিসকাউন্টে মাত্র ৬৯৯/- টাকায় ভর্তি হতে পারবেন । 
                                             
কোর্সের বিস্তারিত 

আসন সংখ্যাঃ সীমিত
ক্লাস সংখ্যাঃ ১১ টি
ক্লাসের সময়ঃ রাত ৯.০০ 
ক্লাসের মাধ্যমঃ ভার্চুয়াল (গুগোল মীট ও জুম)  
পরীক্ষা পদ্ধতিঃ ওপেন বুক (ফাইনাল)
পরীক্ষার নাম্বারিং পদ্ধতিঃ এসাইনমেন্ট ২০%,ক্লাশ এটেনডেন্স ১০%, ফাইনাল ৭০%


রেজিট্রেশন করতে হলে সেন্ড মানি করে ফরম টি পূরণ করুন -Admission Form

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ