সম্পূর্ন বিনা মূল্যে তিন মাস মেয়াদী অনলাইন কোর্স HR Payroll-0 to Hero-ব্যাচ নং-০৪

 সম্পূর্ন বিনা মূল্যে তিন মাস মেয়াদী অনলাইন কোর্স HR Payroll-0 to Hero-ব্যাচ নং-০৪



        আমাদের সম্পর্কে আরো জানতে ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক করুন।


কোর্সের ফিডব্যাক জানতে -ক্লিক করুন
আরো জানতে-ক্লিক করুন

Course NameBatch NoCost of CourseRegistration Link
HR Payroll-0 To Hero04Free


    Successfully Registration List view   Link


    MCQ Exam  Link

    MCQ Exam Result  Link

কোর্সের নামঃ সম্পূর্ন বিনা মূল্যে অনলাইন  HR Payroll-0 to Hero ব্যাচ নং-০৪

কোর্সের মেয়াদঃ তিন মাস।

আসন সংখ্যাঃ ২৫ টি (কম বেশি হতে পারে)

ফ্রেশারঃ ১০ জন এবং মেয়েদের জন্য ২০% আসন সংরক্ষিত।

ক্লাস সংখ্যাঃ ২০ টি । মোট ৪০ ঘন্টা । সপ্তাহে ২ টি ক্লাস ।

ক্লাসের সময়ঃ রাত ৯ টা হতে ১১ টা

মাধ্যমঃ ভার্চ্যুয়াল (জুম, গুগোল মিট )

ভর্তি পরীক্ষার পদ্ধতিঃ অনলাইন এমসিকিউ ।

চুড়ান্ত নির্বাচন পদ্ধতিঃ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে সর্বোচ্চ নম্বরধারীদের জুম বা গুগোল মিটের মাধ্যমে সাক্ষাৎকার নেওয়া হবে। 

                          কোর্সে ভতির শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

 শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে।

  চাকুরীর অভিজ্ঞতাঃ  ফ্রেশার ছাড়া অন্যদের ক্ষেত্রে ৬ মাস হতে সর্বোচ্চ ১৫ বছর।

                                           শর্তাবলীঃ

১.      কম্পিউটার জানা থাকতে হবে, Microsoft Word, Excel  সম্পর্কে ধারনা থাকতে হবে।

২.      বাংলাদেশ শ্রম আইনের বই থাকতে হবে ।

৩.      দুইটি ক্লাস অনুপস্থিত থাকলে কোর্স বাতিল বলে গণ্য হবে।

৪.      নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে হবে ।

৫.     ক্লাস চলাকালে ভিডিও অন থাকা বাধ্যতামুলক ।

৬.     নিজেস্ব কম্পিউটার থাকতে হবে ।

কোর্সের বিস্তারিত

কোর্স মুল্যায়ন পদ্ধতিঃউপস্থিতি (২০%) মিডটার্ম (২০%), ফাইনাল (৩০%), এসাইনমেন্ট (৩০%)  মুল্যায়ন করা হবে।

সার্টিফিকেট দেওয়া হবে কিনাঃ গ্রেডিং অনুসারে নির্ধারিত মার্ক পেলেই সার্টিফিকেট দেওয়া হবে ।

কোর্স পরিচালনায়ঃ  www.hrprofessionalbd.com  

                                   আবেদনের পদ্ধতি

১) প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে ।

২) আবেদন যাচাই বাছাই করে লিষ্ট প্রকাশ করা হবে ।

৩) অনলাইনে এমসিকিউ পরীক্ষা দিতে হবে ।

৪) পরীক্ষায় সর্বোচ্চ  নাম্বরারীদের লিষ্ট প্রকাশ করা হবে ।

৫) অনলাইনে ভাইবার মাধ্যমে চুড়ান্ত ভর্তির সুযোগ নিশ্চিত হবে ।

 

আবেদনের শুরু ও শেষ তারিখঃ ২৬ জুলাই হতে ১ লা আগষ্ট- ২০২৩ ইং

যাচাই বাছাই করে লিষ্ট প্রকাশঃ ০২ ই আগষ্ট- ২০২৩ ইং

ভর্তি পরীক্ষার তারিখঃ ০৪ আগষ্ট- ২০২৩ ইং-সকাল ১০  থেকে দুপুর ১ টা।

এমসিকিউ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বরধারীদের তালিকা প্রকাশঃ  ১০ আগষ্ট- ২০২৩ ইং

মৌখক পরীক্ষার তারিখঃ) ১১ আগষ্ট- ২০২৩ ইং থেকে শুরু হবে।

সম্ভাব্য ক্লাস শুরুঃ ১৬ আগষ্ট-২০২৩ ইং

                                       কোর্সের বৈশিষ্ট্য

১) একঝাঁক অভিজ্ঞ  মেনটর দ্বারা পরিচালিত।

২) ৩ মাস মেয়াদী  কোর্স সম্পূর্ন বিনা মূল্যে এবং সম্পূর্ন অন-লাইন নির্ভর ।

৩) বাংলাদেশ শ্রম আইনের সাথে সমন্বয় রেখে যুগ -উপযোগী কারিকুলাম নির্ভর ।

৪) HR Payroll সম্পর্কিত বিষয়গুলো ধারাবাহিক ভাবে শেখানোর ব্যবস্থা ।

৫) বেশি বেশি অনুশীলনের জন্য ক্লাশ  এ্যসাইনমেন্ট এর ব্যবস্থা ।

৬) গ্রেডিং পদ্ধতির মাধ্যমে পরীক্ষা মূল্যায়নের ব্যবস্থা ।

৭) ওয়েব সাইটের মাধ্যমে সার্টিফিকেট ভেরিফিকেশনের ব্যবস্থা ।

৮) সফলভাবে কোর্স সমাপ্তকারীদের লাইফ টাইম সাপোর্ট ।

                                               ”মনে রাখতে হবে”

---বাংলাদেশ শ্রম আইন শ্রমবিধিমালার অনুযায়ী  HR  বিভাগের সকল কর্যক্রম অতি সহজে করতে পারা

---আইন অনুযায়ী HR বিভাগের -ডাটা বেজ, এক্সেল সীটের মাধ্যমে পারসোনাল ফাইলের নিয়োগপত্রসহ  সকল ডকুমেন্ট মেন্যুয়ালী সফটওয়ারের মাধ্যমে অটোমেটিক তৈরী , বেতনসিট, ওভার টাইম, ইনক্রিমেন্ট, প্রোমোশন, এক্সেনশণ, ম্যাটানিটি বেনিফিটস, লেফটি ম্যানেজমেন্ট , সেপারেশন  ম্যানেজমেন্ট, ডিডাকশন ক্যালকুলেশণ, ফাইন্যাল সেটেলমেন্ট, মৃত্যুজনিত সুবিদা সহ আরো অনেক কিছু।

---কর্মক্ষেত্রে শ্রম আইন শ্রম বিধির সফল বাস্তবায়ন করা।

---কর্মক্ষেত্রে নিজেকে একজন সফল HR Leader হিসাবে প্রতিষ্ঠা করা

---নতুনদের সহজে HR বিভাগে চাকুরী পাওয়া এবং অভিজ্ঞতাদের দ্রæ পদোন্নতি পাওয়া

ভর্তি সংক্রান্ত সকল তথ্য www.hrprofessionalbd.com থেকে পাওয়া যাবে।

অথবা

01913057193

অথবা

এই লিংকের মাধ্যমে পাওয়া যাবে ।

অথবা

ফেসবুক গ্রুপ

Human Resource Management Family (HRMF)

 null

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. আমি ইতোমধ্যে রেজিস্ট্রেশন এর আবেদন ফর্ম পূরণ করেছি। এখন কি আমি ইমেইল এর মাধ্যমে জানতে পারব কখন পরীক্ষা হচ্ছে?

    উত্তরমুছুন