PC Committee || পিসি কমিটির বিস্তারিত আলোচনা||

 পিসি কমিটির বিস্তারিত আলোচনা  



যা যা থাকছে 

১) বাংলাদেশ শ্রম আইন 

২)   কমিটির পদবিন্যাস

৩) অংশগ্রহণ কমিটি দায়িত্ব ও কর্তব্যসমূহ

৪) প্রার্থীর যোগ্যতাঃ

৫) কমিটির সদস্য হইবার অযোগ্যতা 

৬)কমিটির তহবিল:

৭) কমিটির স্থায়িত্ব :

৮)কমিটির গঠনতন্ত্রের পরিবর্তনের নিয়ম :

৯)কল্যাণমূলক ভূমিকা 

১০) কমিটি বিলুপ্ত ও পূনঃগঠন পদ্ধতি :

১১)কমিটির সদস্যদের নিরাপত্তা

১২)কমিটির কর্মপন্থা

১৩) নির্বাচন কমিশন গঠন

১৪) নির্বাচনের তফসিল ঘোষন

১৫) মনোনয়নপত্র আহবানের নোটিশ

১৬) জামানত

১৭) ভোটার তালিকা সরবরাহ 

১৮) ভোটগ্রহণের সময়সূচী

১৯)ব্যালট বাক্স 

২০) ভোট গ্রহন পদ্ধতি 

২১) ভোট গণনা 

২২) চূড়ান্ত ফলাফল প্রকাশ

২৩) শ্রমিক প্রতিনিধি নির্বাচন 

২৪) নির্বাচনে ভোটারের যোগ্যতা

২৫) বিভিন্ন ধরনের নোটিশের ফরমেট

২৬) শ্রম আধিদপ্তরে  অবগহিত করনের নমুনা 

২৭) প্রতিকের নমুনা 

২৮) মনোনয়ন ফর্মের নমুনা 

২৯) কমিটির তহবিল

৩০)  নির্বাচনে ভোটারের যোগ্যতা

      বাংলাদেশ শ্রম আইন-ধারা-205-208 




  বাংলাদেশ শ্রম বিধিমালা -১৮৩-২০২

                   

                                   


                               


            “শ্রমিক অংশগ্রহনকারী কমিটি

Participation Committee (PC)

                      কমিটির পদবিন্যাস


১.         সভাপতি 

২.         সহ-সভাপতি 

৩.         সদস্য সচিব 

৪.         সাধারণ সম্পাদক

৫.         সহ- সাধারণ সম্পাদক 

৬.        সদস্য - মালিক পক্ষের প্রতিনিধি -------------জন।

৭.         সদস্য - শ্রমিক পক্ষের প্রতিনিধি -------------- জন

 

অংশগ্রহণ কমিটি দায়িত্ব ও কর্তব্যসমূহ

(Participation Committee Duties & Responsibility)

অংশগ্রহণ কমিটির সদস্যগন নিম্নোক্ত দায়িত্বসমূহ পালন করবেঃ

অংশগ্রহণ কমিটির কার্যাবলী হবে শ্রমিকদের মধ্যে চেতনার বিকাশ ঘটানো এবং তার উন্নয়ন এবং শ্রমিকদের দায়িত্ববোধ জাগ্রত করা এবং বিশেষতঃ

            ১।        মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সমঝোতা এবং সহযোগিতা বৃদ্ধির প্রয়াস;

            ২।        শ্রম আইনের প্রয়োগ নিশ্চিতকরণ;

            ৩।        শৃংখলাবোধ জাগ্রত করা এবং নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য রক্ষা ও কাজের অবস্থার উন্নতি সাধন ও রক্ষণ;

            ৪।        বৃত্তিমূলক প্রশিক্ষণ, শ্রমিকদের শিক্ষা এবং পরিবার কল্যাণ প্রশিক্ষণে উৎসাহ দেয়া;

            ৫।        শ্রমিকদের এবং তাদের পরিবারবর্গের জন্য কল্যাণমূলক ব্যবস্থার উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ;

            ৬।       উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ, উৎপাদন ব্যায় এবং জঞ্জাল হ্রাস এবং পণ্যের মান উন্নয়ন।

আরো জানতে: পার্সোনাল ফাইল সম্পর্কিত ডকুমেন্ট ডাউনলোড

প্রার্থীর যোগ্যতাঃ

০১. কোম্পানীর নিয়ম নীতি সম্পর্কে সাম্যক ধারনা থাকতে হবে।

০২. কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের সমস্যাদি নিয়ে কথা বলার সৎ সাহস থাকতে হবে।

০৩. চাকুরীর বয়স নিরবচ্ছিন্নভাবে ০৬ ছয় মাস হতে হবে।

০৪. নিজস্ব সেকশনে কর্মদক্ষতার সুনাম থাকতে হবে।

০৫. কর্মক্ষেত্রে কোন অপরাধ কিংবা অপরাধের কারনে দন্ডিত নয় এমন।

০৬. উক্ত বিভাগ কিংবা যে কোন সেকশন থেকে অভিযোগ/ যৌক্তিক কোন বাধা না থাকলে।

কমিটির সদস্য হইবার অযোগ্যতা :

গঠনতন্ত্র অথবা বিধিমালায় যা কিছুই অন্তভুক্ত থাকুক না কেন, কোন ব্যক্তি সদস্য হইতে পারিবে না যদি সে,

১.         নৈতিক স্থলন জনিত অপরাধে দন্ডপ্রাপ্ত হইয়া থাকে।

২.         যদি সে প্রতিষ্ঠানে কর্মরত না থাকে।

কমিটির তহবিল:

১.         শ্রমিক অংশগ্রহন কমিটি তাহাদের কার্যকলাপ সম্পন্ন করার জন্য কোন শ্রমিক বা কর্মকর্তা বা কর্মচারীর নিকট হইতে কোন প্রকার চাঁদা গ্রহন করিতে পারিবে না।

২.         কোম্পানীর প্রশাসনিক বিভাগ শ্রমিক অংশগ্রহন কমিটির মাসিক, ত্রৈমাসিক, বাৎসরিক সভা এবং নির্বাচন উপলক্ষ্যে যদি কোন তহবিলের প্রয়োজন হয় তবে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবে।

কমিটির স্থায়িত্ব :

১.         কমিটির যে কোন সদস্যের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২৩ ধারায় কোন অভিযোগ উত্থাপিত হইলে এবং সন্দেহাতিতভাবে সে অপরাধ প্রমানিত হইলে।

২.         কোন ফৌজদারী অপরাদে দন্ডপ্রাপ্ত হইলে।

৩.         কোন সদস্য চাকুরী ছাড়িলে বা মৃত্যুজনিত কারনে।

৪.         কোন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করিলে।

কমিটির গঠনতন্ত্রের পরিবর্তনের নিয়ম :

১.         আইনগত বিধিবদ্ধ নিয়ম এবং প্রতিষ্ঠানের নিয়মের সাথে সামঞ্জস্যতা রেখে প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষনের মাধ্যমে কমিটির গঠনতন্ত্র পরিবর্তন/সংশোধন করা যাবে।

২.         তবে সেই ক্ষেত্রে কমিটির সকল সদস্যদের লিখিত মতামত থাকতে হবে।

৩.         নতুন গঠনতন্ত্র চলমান কমিটির কার্যকাল হইতে শুরু হবে।

আরো জানতে: কারণ দর্শানো নোটিশের খুঁটিনাটি || Showcase Letter

কল্যাণমূলক ভূমিকা :

শ্রমিক অংশগ্রহন কমিটি আইনগত বিধিবদ্ধ নিয়ম এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী শ্রমিকদের যাবতীয় কল্যাণমূলক কাজে সহায়তা করা এবং মালিক পক্ষকে যথাসময়ে প্রয়োজনীয় দিক নির্দেশনার জন্য অবহীত করা।

কমিটি বিলুপ্ত পূনঃগঠন পদ্ধতি :

নিম্ন লিখিত যে কোন কারণে সাময়িক বিলুপ্তি/পুনঃগঠন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করিবে।

          নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে দ্বন্দ বা সংঘাতের আশংকা হইলে।

       সদস্যরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন এবং অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমানিত হইলে।

           সদস্যদের নৈতিক স্থলন বা আচরণে (ঘুষ, দুর্নীতি বা অসততা) অধঃপতন হইলে।

       সদস্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠিলে এবং অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমানিত হইলে।

          সদস্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য পাচারের অভিযোগ উঠিলে এবং অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমনিত হইলে।

             সদস্যদের বিরুদ্ধে  প্রতিষ্ঠানের সম্পদ ক্ষতিসাধন বা চুরির অভিযোগ উঠিলে এবং অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমানিত হইলে।

        সদস্যদের বিরুদ্ধে মহিলা শ্রমিকদের নির্যাতন কিংবা হয়রানীর অভিযোগ উঠিলে এবং সন্দেহাতিতভাবে প্রমানিত হইলে।

          সদস্যদের বিরুদ্ধে অসদাচরনের অভিযোগ উঠিলে এবং সন্দেহাতিতভাবে প্রমানিত হইলে।

কমিটির সদস্যদের নিরাপত্তা:

ü  কমিটির সদস্যদের স্বার্থ পরিপন্থি কোন ব্যবস্থা গ্রহন। যেমনঃ কর্মস্থল হইতে বদলী, ছাটাই, কর্মচ্যুতি, অব্যাহতি, বরখাস্ত ইত্যাদি  সহানুভুতি পাওয়া।

ü  অনভিপ্রেত কোন সমস্যার উদ্ভব হইলে তাৎক্ষনিকভাবে কর্তৃপক্ষের সহিত আলোচনার ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা।

       কমিটির কর্মপন্থা:

ü       প্রতি ০২ (দুই) মাসে অন্ততঃ একবার সভার আয়োজন করা হবে।

ü      সভা আয়োজনের পূর্বে কমিটির সকল সদস্যকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

ü      কমিটির সভাপতি অথবা সহ-সভাপতির সভাপতিত্বে সভার আয়োজন করা।

ü       জরুরী ক্ষেত্রে বিশেষ সভার আয়োজন করা যেতে পারে।

ü       আলোচনার  পূর্ব নির্ধারিত আলোচনাসূচী বাধ্যতামূলক নয়।

ü      সভার আলোচনার বিষয়সমূহ লিপিবদ্ধকরণ এবং এর কপি শ্রম অধিদপ্তরে প্রেরন করা।

ü     প্রতিষ্ঠানের আভ্যন্তরীন বিষয়সমূহ কারখানার বাহিরে কারো কাছে প্রদর্শন করা যাবেনা।

ü     সভার কোরাম সম্পন্ন হওয়ার জন্য মোট সদস্যের অন্যূন দুই-তৃতীয়াংশ  সদস্যের উপস্থিত থাকতে হবে, এবং কোন সদস্য পরপর তিনটি সভায় উপস্থিত না থাকলে কমিটিতে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে।


  ------------------ এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিশ্বাস করে যে, উক্ত কোম্পানীর অব্যাহত উন্নতি সমৃদ্ধির  জন্য সুস্থ্য শ্রম-ব্যবস্থাপনা এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সামগ্রিক উৎপাদনশীলতা  ((Productivity) বৃদ্ধির জন্য শ্রমিকদের পরামর্শ সক্রিয় অংশ গ্রহন একান্ত প্রয়োজন। তাছাড়া  কোম্পানী শ্রমিকদের কল্যাণ মালিক-শ্রমিকের মধ্যকার যেকোন ভুল বুঝাবুঝি অসন্তোষ  দুর করিতে পারস্পারিক আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ শ্রম আইন-২০০৬ সংশোধন- ২০১৮-এর (২০৫-২০৮) আলোকে উক্ত লক্ষ্য অর্জনের নিমিত্তে শ্রমিক অংশগ্রহনকারী কমিটি (Worker Participation Committee) গঠন সংক্রান্ত নির্বাচনী বিধিমালা প্রনয়ন করা হলো।

আরো জানতে:নিয়োগ পত্র || Appointment Letter In Bangla

যাহা নিম্নরুপঃ

.            কোম্পানীর শ্রমিকদের কল্যাণার্থে সাধারণ শ্রমিকদের মধ্য থেকে আগামী ০২(দুই) বছরের জন্য প্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচিত প্রতিনিধি সাধারণ শ্রমিকদের সুবিধা অসুবিধা জানবে এবং কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করবে।

.           কর্তৃপক্ষ আগামী ০২(দুই) বৎসরের জন্য শ্রমিক কল্যাণ কমিটি নির্বাচনের তারিখ নোটিশের মাধ্যমে সাধারণ শ্রমিককে জানিয়ে দিবে।

.           নির্বাচনে অংশ গ্রহন করতে ইচ্ছুক শ্রমিকগন নির্বাচন কমিশন অর্থাৎ কমপ্লায়েন্স বিভাগ হতে নির্বাচনের আবেদন পত্র সংগ্রহ করে ফ্যাক্টরীর নির্বাচন কমিশনে (কমপ্লায়েন্স বিভাগ) দাখিল করবে।

.           নির্বাচন কমিশন অবশ্যই নোটিশের মাধ্যমে প্রত্যেক প্রার্থীকে নির্বাচন তারিখ জানিয়ে দিবেন এবং নির্বাচন প্যানেল নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দিবেন।

.           নির্বাচনের প্রচারনা পোষ্টার ফ্যাক্টরীর দেয়ালে লাগানো যাবে না।

নির্বাচন কমিশন গঠনঃ 

 কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মহোদয় অংশগ্রহনকারী কমিটি গঠন সংক্রান্ত নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশন সহকারী নির্বাচন কমিশন নিয়োগ করিবেন। প্রধান নির্বাচন কমিশনার অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবেন।

নির্বাচনের তফসিল ঘোষনাঃ 

প্রধান নির্বাচন কমিশনার অংশগ্রহনকারী কমিটির সদস্য নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন করিবার জন্য একটি নির্দিষ্ট দিন তারিখ উল্লেখসহ নির্বাচনী তফসিল ঘোষনা করিবেন। কারখানার সহজবোধ্য জায়গায় যেখানে শ্রমিকরা সহজে যাতায়াত করে অথবা নোটিশ বোর্ডে ইহা অবশ্যই টাঙিয়ে দিতে হইবে যাহাতে কারখানার শ্রমিকরা ইহা সহজেই অবগত হইতে পারে।

মনোনয়নপত্র আহবানের নোটিশঃ

নির্বাচন কমিশন এর  অধীন প্রজ্ঞাপন প্রকাশিত হইবার পর, সহকারী নির্বাচন কমিশন, শ্রমিকদের জ্ঞাতার্থে, নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের (Worker Participation Committee) জানাইয়া, যথাশীঘ্র সম্ভব একটি বিজ্ঞপ্তি জারী করিবেন এবং উক্ত বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র দাখিলের স্থান, তারিখ সময় উল্লেখ থাকিবে।

আরো জানতে:মানবসম্পদ বিভাগের চাকুরীর জন্য ইন্টারভিউবোর্ডে যে সমস্ত প্রশ্ন করা হয়ে থাকে?

জামানতঃ 

শ্রমিক অংশগ্রহনকারী কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের কোন জামানত প্রদান করিতে হইবে না এবং নির্বাচনের যাবতীয় ব্যয় কারখানার মালিক নিজেই বহন করিবেন।

মনোনয়নপত্র বাছাইঃ 

প্রার্থীগণ মনোনয়নপত্রসমূহ বাছাই করিবার সময় উপস্থিত থাকিতে পারিবেন অথবা তাহার পরিবর্তে মনোনীত কোন প্রতিনিধিকে রাখিতে পারিবেন এবং সহকারী নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের অধীন তাঁহার নিকট দাখিলকৃত মনোনয়ন পত্রসমূহ পরীক্ষার জন্য তাহাদিগকে যুক্তিসংগত সুযোগ প্রদান করিবেন।

মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপীলঃ  নির্বাচন কমিশন এর অধীন সহকারী নির্বাচন কমিশনার কর্তৃক কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হইলে উক্ত প্রার্থী মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত তারিখের পরবর্তী ০৩ (তিন) দিনের মধ্যে উক্ত বাতিল আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন এর  নিকট আপীল করিতে পারিবেন।

মনোনীত প্রার্থীগণের তালিকা প্রকাশঃ 

সহকারী নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন এর অধীন মনোনয়নপত্র বাছাইয়ের পর, বৈধভাবে মনোনীত প্রার্থীগণের প্রাথমিক তালিকা প্রস্তুত ও প্রকাশ করিবেন।

নির্বাচন কমিশন এর অধীন যদি কোন আপীল দায়ের করা হইয়া থাকে, তাহা হইলে উক্ত আপীলের উপর সিদ্ধান্ত প্রাপ্তির পর প্রাথমিক তালিকায় প্রয়োজনীয় সংশোধনপূর্বক বৈধ ভাবে মনোনীত প্রার্থীগণের নামের চূড়ান্ত তালিকা প্রস্তুত করিয়া অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করিবেন।

প্রার্থীতা প্রত্যাহারঃ  

বৈধ ভাবে মনোনীত কোন প্রার্থী তদ্কর্তৃক স্বাক্ষরযুক্ত একটি লিখিত নোটিশ, প্রার্থিতা প্রত্যাহারের দিন বা উহার পূর্বে, সহকারী নির্বাচন কমিশনারের নিকট স্বয়ং বা তদ্কর্তৃক লিখিত ভাবে অনুমোদিত কোন প্রতিনিধি মারফত দাখিল করিয়া তাহার প্রার্থিতা প্রত্যাহার করিতে পারিবেন।

নির্বাচন কমিশন  এর অধীন প্রার্থীতা প্রত্যাহারের কোন নোটিশ প্রাপ্ত হইয়া সহকারী নির্বাচন কমিশনার যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, নোটিশে প্রদত্ত স্বাক্ষর প্রার্থী কর্তৃক প্রদত্ত, তাহা হইলে তিনি নোটিশের একটি কপি তাহার কার্যালয়ে বা কারখানায় সহজে দৃষ্টি গোচরে আসে এমন কোন স্থানে টাংগাইয়া দিবেন।

প্রতীক বরাদ্দঃ 

 চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দিবেন। বরাদ্দকৃত প্রতীকে সন্তুষ্ঠ হইয়া প্রার্থীদের নির্বাচন করিতে হইবে।

আরো জানতে:ক্যান্টিন কমিটি ও বিবিধ আলোচনা II Canteen committee and miscellaneous discussions

ভোটার তালিকা সরবরাহঃ 

নির্বাচন কমিশনার কারখানার স্থায়ী শ্রমিকদের তালিকা ধরে ভোটারের নাম, কার্ড নম্বর, পদবী, সেকশন ও নিয়োগের তারিখ সহ নির্ভূল ভাবে ভোটার তালিকা প্রস্তুত করিবেন এবং নির্বাচন শুরুর পূর্বেই তা নির্বাচন কেন্দ্রে  সরবরাহ করিবেন।

ভোটগ্রহণের সময়সূচীঃ

সহকারী নির্বাচন কমিশনার, কমিশনের নির্দেশ সাপেক্ষে, ভোট গ্রহনের সময়সূচী নির্ধারণ করিবেন এবং উক্ত সময়সূচী সম্পর্কে, তাহার বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে, শ্রমিকদেরকে অবহিত করিবেন।

ব্যালট বাক্সঃ 

সহকারী নির্বাচন কমিশনার প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে প্রয়োজনীয় সংখ্যক ব্যালট বাক্স সরবরাহ করিবেন এবং প্রিজাইডিং অফিসার ব্যালট বাক্সের হিসাব সংরক্ষণ করিবেন এবং সহকারী নির্বাচন কমিশনার কে উক্ত হিসাব প্রদান করিবেন।

ভোটপ্রদান পদ্ধতিঃ  

ভোট প্রদানের জন্য কোন ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত  হইলে, প্রিজাইডিং অফিসার উক্ত ভোটারের পরিচয় সম্পর্কে নিশ্চিত হইবার পর, উক্ত ভোটারকে সদস্য নির্বাচনের জন্য একটি করে ব্যালট পেপার প্রদান করিবেন।

(১) প্রিজাইডিং অফিসার এর অধীনে কোন ভোটারকে ব্যালট পেপার প্রদানের পূর্বে-

 (ক)  তাহার হাতের বৃদ্ধাঙ্গুলিতে বা অন্য কোন অঙ্গুলিতে অমোচনীয় কালি দ্বারা একটি চিহ্ন প্রদান করিতে হইবে;

(খ)  ভোটার তালিকায় লিপিবদ্ধ ভোটারের ক্রমিক নম্বর এবং নাম ধরিয়া ডাকিতে হইবে।

(২) কোন ভোটারকে ব্যালট পেপার প্রদান করা হইলে, ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের ক্রমিক নম্বর ও নাম চিহ্নিত  করিয়া রাখিতে হইবে।

(৩)       প্রিজাইডিং অফিসার ব্যালট পেপারের মুড়িপত্রে ভোটারের স্বাক্ষর বা টিপসহি গ্রহণ করিয়া ভোটারের ক্রমিক নম্বর লিখিয়া রাখিবেন।

(৪)       কোন ভোটার অমোচনীয় কালির দ্বারা ব্যক্তিগত চিহ্ন গ্রহণ করিতে অস্বীকার করিলে অথবা তাহার অঙ্গুলিতে পূর্ব হইতে অনুরূপ  চিহ্ন বা চিহ্নের অবশিষ্টাংশ থাকিলে উক্ত ভোটারকে কোন ব্যালট পেপার প্রদান করা হইবে না।

ভোট গণনাঃ

প্রিজাইডিং অফিসার ব্যালট বাক্সে প্রাপ্ত ব্যালট পেপারসমূহ যাচাই বাছাই করিবার পর, প্রতিদ্বনদ্বী প্রার্থীগণ এর উপস্থিতিতে ভোট গণনা করিবেন এবং গণনাকৃত ভোটের ফলাফল প্রতিদ্বনদ্বী প্রার্থীদের সুম্মখে ঘোষনা করিবেন। শাখা বা বিভাগ ভিত্তিক যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাইবেন সেই প্রার্থী নির্বাচিত হইয়াছেন বলিয়া গণ্য হইবে।

চূড়ান্ত ফলাফল প্রকাশঃ

নির্বাচন কমিশন নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা লিখিত ভাবে প্রকাশ করিবেন এবং তা কারখানার সহজবোধ্য জায়গায় বা নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিবেন।

শ্রমিক প্রতিনিধি নির্বাচনঃ 

নির্বাচন কমিশন নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকে  ভোটের মাধ্যমে বা নির্বাচিত সদস্যদের সর্ব সম্মাতিক্রমে

শ্রমিক প্রতিনিধি বা সহ সভাপতি নির্বাচিত করিবেন।

আরো জানতে:Multishop Inventory management System free Download

প্রার্থীর  যোগ্যতাঃ

০১. কোম্পানীর নিয়ম নীতি সম্পর্কে সাম্যক ধারনা থাকতে হবে।

০২. কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের সমস্যাদি নিয়ে কথা বলার সৎ সাহস থাকতে হবে।

০৩. চাকুরীর বয়স নিরবচ্ছিন্নভাবে ০৬ মাস হতে হবে।

০৪. নিজস্ব সেকশনে কর্মদক্ষতার সুনাম থাকতে হবে।

০৫. কর্মক্ষেত্রে কোন অপরাধ কিংবা অপরাধের কারনে দন্ডিত নয় এমন।

০৬. উক্ত বিভাগ কিংবা যে কোন সেকশন থেকে অভিযোগ/ যৌক্তিক কোন বাধা না থাকলে।

নির্বাচনে ভোটারের যোগ্যতাঃ

০১. চাকুরীর বয়স অবিচ্ছিন্নভাবে (৩) মাস অতিক্রম করেছেন এমন সকল স্থায়ী শ্রমিকগন।

সুতরাং আগ্রহী প্রার্থী/ প্রার্থীনীগন উপরের উল্লেখিত সময়সীমার মধ্যে আবেদন ফরম সংগ্রহ করে পূরণ সাপেক্ষে  (এক কপি) রঙ্গীন ছবি সহ প্রশাসনিক বিভাগে জমা দেওয়ার জন্য জানানো যাচ্ছে।

 

অনুমোদনকারী

ব্যবস্থাপনা পরিচালক

-----------------------

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/০১/--------                               তারিখঃ  ---/-----/---ইং

                                                                      নোটিশ

এত দ্বারা অত্র কারখানার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ----------------- এর সর্বস্থরের শ্রমিক-কর্মচারী এবং মালিকপক্ষের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানার উন্নয়ন ও শ্রমিকদের সমস্যা সমাধানকল্পে “শ্রমিক আংশগ্রহনকারী (PC) কমিটি নামে একটি দ্বি-পক্ষীয় কমিটি গঠন করা হইবে। উক্ত কমিটি গঠন করা হইবে উপস্থিত শ্রমিকদের গোপন ব্যালট ভোটের মাধ্যমে।

অতএব সংশ্লিষ্ঠ সকলকে পরবর্তীতে, নোটিশ এর মাধ্যমে “শ্রমিক আংশগ্রহনকারী (PC) কমিটি নির্বাচনের বিস্তরিত তথ্য জানিয়ে দেওয়া হইবে।


ধন্যবাদান্তে,

 

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

-------------------------------------

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, ------------ বিভাগ (শ্রম)

৩। অফিস কপি।

 

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/০২/--------                                                তারিখঃ  ---/-----/---ইং

 

                                  সাধারণ সভার নোটিশ

এতদ্বারা অত্র কারখানার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ----------------------- - এর সর্বস্তরের শ্রমিক-কর্মচারী এবং মালিকপক্ষের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানার উন্নয়ন ও শ্রমিকদের সমস্যা সমাধানকল্পে “শ্রমিক আংশগ্রহনকারী (PC) কমিটি নামে একটি দ্বি-পক্ষীয় কমিটি গঠন করার লক্ষ্যে, আগামী ---/---/---ইং তারিখ --:--- ঘটিকার সময় কারখানার ডাইনিং হলে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হইবে। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করিবেন অত্র কারখানার পরিচালক, --------------------------- ।

অতএব উক্ত সাধারণ সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হইল।

 

ধন্যবাদান্তে,

 

----------------------------------

 ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

-----------------------------------


অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, ঢাকা বিভাগ (শ্রম)

৩। অফিস কপি।

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/০২/--------                                  তারিখঃ  ---/-----/---ইং

                                                       সাধারণ সভা

 গত ---/----/----- ইং তারিখের নোটিশের পরিপ্রেক্ষিতে আদ্য ----/----/---- ইং তারিখ রোজ সোমবার বিকাল --/.-- ঘটিকার সময় ------------------------ এর ডাইনিং হলে সর্বস্তরের শ্রমিক কর্মচারী এবং মালিকপক্ষের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন -২০১৮) এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানার উন্নয়ন ও শ্রমিকদের সমস্যা সমাধানকল্পে “শ্রমিক আংশগ্রহনকারী (PC) কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন  কারখানার  পরিচালক, ---------------------- । সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের লোকজন সহ শ্রমিকদের এক তৃতীয়াংশ শ্রমিক উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সভাপতি তার সূচনা বক্তব্যে কারখানার “অংশগ্রহনকারী (চঈ) কমিটি গঠনের প্রয়োজনীয়তার উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারপর বিভিন্ন সেকশনের কয়েকজন শ্রমিক এবং ব্যবস্থাপক বক্তৃতা দেন। পরবর্তীতে কারখানার কমপ্লায়েন্স ম্যানেজার “ অংশগ্রহনকারী (PC) কমিটি - র গঠনতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অতপরঃ সভায় নির্বাচন পরিচালনা করার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করার প্রয়োজন থাকায় উপস্থিত সকলের আলোচনায় -----------(-----------------) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন পরিচালনা কমিটি গঠন করা হয়। 

সভায় “ অংশগ্রহনকারী (PC) কমিটি নির্বাচনের তারিখ নির্ধারন করা হয় আগামী --/--/--ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল -:- ঘটিকা হইতে বিকাল --:-- ঘটিকা পর্যন্ত।

পরিশেষে সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি নির্বাচন কমিশনকে সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন পরিচালনার আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

ধন্যবাদান্তে

--------------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

--------------------------------

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, ঢাকা বিভাগ (শ্রম)

৩। অফিস কপি।

তারিখঃ --/--/২০--ইং

বরাবর,

যুগ্ম শ্রম পরিচালক,

---------------------

-------------------------

------------------------

বিষয়ঃ অংশগ্রহনকারী কমিটির সদস্য নির্বাচনে প্রতিনিধি প্রেরন প্রসঙ্গে।

জনাব,

বিনীত নিবেদন এই যে, ---------------------- ১০০% রপ্তানীমুখী একটি (তৈরী পোশাকশিল্প) প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এই মর্মে সিদ্ধান্তে উপনিত হয়েছে যে, ফ্যাক্টরীতে উত্তম ব্যবস্থাপনা ও শ্রমিকদের কল্যাণার্থে  অংশগ্রহনকারী কমিটি পুন:গঠনকল্পে একটি  অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করা প্রয়োজন। তাই বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন -২০১৮) এর ২০৫ ধারা অনুযায়ী অংশগ্রহনকারী কমিটি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ----/----/----ইং তারিখে ফ্যাক্টরীতে কর্মরত সকল শ্রমিকদের সমন্বয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে আপনার অফিস হইতে প্রতিনিধি প্রেরন করিয়া সুষ্ঠ ও অবাধ নির্বাচনের মাধ্যমে শ্রমিক প্রতিনিধি নির্বাচনে আপনাদের সহায়তা কামনা করছি।

অতএব, মহোদয়ের সমীপে আবেদন এই যে, আগামী --/---/-----ইং তারিখ নির্বাচনের ভোট কেন্দ্রে আপনার দপ্তর হইতে প্রতিনিধি প্রেরন করে নির্বাচন পর্যবেক্ষন এবং সুষ্ঠ ও অবাধ নির্বাচনের মাধ্যমে শ্রমিক প্রতিনিধি নির্বাচনে সহায়তা দানে জনাবের মর্জি হয়। 

ধন্যবাদান্তে,

-----------------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

-------------------------

অনুলিপিঃ

১। চেয়ারম্যন

২। নির্বাহী পরিচালক

৩। সেকশন প্রধান

৪। নোটিশ বোর্ড

৫। অফিস কপি।

 

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/০২/--------                                                তারিখঃ  ---/-----/---ইং

নির্বাচন কমিশন গঠন

অংশগ্রহনকারী কমিটির সদস্য নির্বাচন-২০-----

এতদ্বারা -------------------- এর সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন -২০১৮) এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানায় “শ্রমিক আংশগ্রহনকারী (PC) কমিটির নির্বাচন-------- পুন: গঠনের লক্ষ্যে নিম্নলিখিত পর্ষদ বা ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি নির্বাচন কমিটি গঠন করা হলো ।

                    


নির্বাচন পর্যবেক্ষকঃ

০১.       -------------------------- পরিচালক

অনুমোদনকারী

ব্যবস্থাপনা পরিচালক

---------------------------

অনুলিপিঃ

১। নির্বাহী পরিচালক

২। সেকশন প্রধান

৩। নোটিশ বোর্ড

৪। অফিস কপি।

 আরো জানতে:ভালো প্রেজেন্টেশন: ৭টি দরকারি বিষয়

তারখিঃ--/--/--ইং

বরাবর,

যুগ্ম শ্রম পরচিালক,

---------------------

---------------------

---------------------

বষিয়ঃ শ্রমকি অংশগ্রহনকারী (PC) কমিটি গঠন প্রসঙ্গ।

জনাব,

বনিীত নবিদেন এই যে ---------------------------এর র্কতৃপক্ষরে স্ব-উদ্দোগে উক্ত কারখানায় বাংলাদশে শ্রম আইন ২০০৬ (সংশোধন -২০১৮)  এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবকে আগামী --/--/--ইং তারখি রোজ ----- শ্রমকিদরে গোপন ভোটরে মাধ্যমে নর্বিাচন “শ্রমকি অংশগ্রহনকারী (PC) কমিটি গঠনরে উদ্দ্যগে গ্রহন করয়িাছনে। যথাশীঘ্র সময়ে কমিটি গঠনরে পর প্রথম সভার কায বিবরনী  নর্দিষ্ট সময়ের মধ্যে আপনার নিকট প্ররেণ করা হইবে।

অতএব বিষয়টি  আপনার নথভিুক্ত করার জন্য একান্তভাবে অনুরোধ করা হইল।

ধন্যবাদান্তে,

-----------------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

-------------------------

অনুলিপিঃ

১। নোটিশ বোর্ড

২। অফিস কপি।

 

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/০২/--------                                                তারিখঃ  ---/-----/---ইং

                                                          আসন বিন্যাস

এতদ্বারা অত্র কারখানার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ------------------------------এর সর্বস্তরের শ্রমিক, কর্মচারী এবং মালিক পক্ষের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন -২০১৮) এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানায় উন্নয়ন ও শ্রমিকদের সমস্যা সমাধানকল্পে “শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটির নির্বাচন-২০-- পরিচালনা কমিটি নিম্নলিখিত অসনগুলির জন্য তাদের নির্বাচন কার্য পরিচালনা করিবে।


ধন্যবাদান্তে,



-----------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) নিবার্চন কমিশনার

-----------------------------

নির্বাচনপরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষরঃ

 

. ..........................        . ..........................        . .......................... . ........................... ..........................    

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, -------------------------

৩। অফিস কপি।

 

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/০২/--------                                                তারিখঃ  ---/-----/---ইং

 

                       শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটির নির্বাচন-২০--তফছিল ঘোষনা

এতদ্বারা অত্র কারখানার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, --------------------------- -এর সর্বস্তরের শ্রমিক, কর্মচারী এবং মালিক পক্ষের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন -২০১৮)  এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানায় উন্নয়ন শ্রমিকদের সমস্যা সমাধানকল্পেশ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটিনামে একটি দ্বি-পক্ষীয় কমিটি গঠন করা হইবে। নিম্নে উক্ত নির্বাচনের  নির্বাচনী তফসিল ঘোষনা করা হইলো


ধন্যবাদান্তে,

 

-------------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) নিবার্চন কমিশনার

---------------------------------------

নির্বাচনপরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষরঃ

 

. ..........................        . ..........................        . .......................... . ..........................

 

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, -----

৩। নির্বাচনপরিচালনা পরিষদ সদস্যবৃন্দ

৪। অফিস কপি।

 

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/০২/--------                                                তারিখঃ  ---/-----/---ইং

                                                                      অফিস আদেশ

এতদ্বারা অত্র কারখানার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ------------------ - এর সর্বস্তরের শ্রমিক, কর্মচারী এবং মালিক পক্ষের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন -২০১৮)  এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানায় উন্নয়ন শ্রমিকদের সমস্যা সমাধানকল্পেশ্রমিক অংশগ্রহনকারী (চঈ) কমিটির নির্বাচন- ২০১৮এর সদস্য নির্বচনে অংশগ্রহনে ইচ্ছুক শ্রমিকদের মনোনয়নপত্র আগামী --/--/--ইং তারিখ হইতে --/--/--ইং তারিখ বিকাল -:-ঘটিকা পর্যন্ত গ্রহন করা হইবে।

অতএব, কারখানার শ্রমিক অংশগ্রহনকারী কমিটির সদস্য নির্বাচনে অংশগ্রহনে ইচ্ছুক শ্রমিকদের মনোনয়নপত্র ফরম অফিস চলাকালিন সময়ে সংগ্রহ করে  নির্ধরিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা পর্ষদের নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হইল।

 

ধন্যবাদান্তে,


-----------------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) নিবার্চন কমিশনার

-------------------------------------

নির্বাচনপরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষরঃ

. ..........................        . ..........................        . .......................... . ..........................

 

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, -------- বিভাগ (শ্রম)

৩। নির্বাচনপরিচালনা পরিষদ সদস্যবৃন্দ

৪। অফিস কপি।

 

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/০২/--------                                                তারিখঃ  ---/-----/---ইং

 

শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটির নির্বাচন-২০-- কমিশনের ১ম সভা

এতদ্বারা অত্র কারখানার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ------------------- -এর সর্বস্তরের শ্রমিক, কর্মচারী এবং মালিক পক্ষের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন -২০১৮)  এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানায় উন্নয়ন ও শ্রমিকদের সমস্যা সমাধানকল্পে “শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটির নির্বাচন- ২০----- এর মনোনয়ন পত্র গ্রহন, জমা ও প্রত্যাহারের বিষয়ে আলোচনা করা হয়।

ধন্যবাদান্তে,

-----------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

-------------------------

নির্বাচনপরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষরঃ

 

১. .......................... ২. ..........................            ৩. .......................... ৪. ..........................

 

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, ----- বিভাগ (শ্রম)

৩। নির্বাচনপরিচালনা পরিষদ সদস্যবৃন্দ

৪। অফিস কপি।

 

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/০-/---                                                  তারিখঃ  ---/---/২০---ইং

                                                                  নোটিশ

এত দ্বারা ---------------- এর কর্মরত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “শ্রমিক অংশগ্রহনকারী কমিটিপুন:গঠনের লক্ষ্যে আগামী---/--/-- ইং তারিখে কারখানার সকল শাখায় নির্বাচন অনুষ্ঠিত হইবে। আগ্রহী প্রার্থীগনকে আগামী ---/---/--ইং তারিখ হইতে --/--/----ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর  মনোনয়ন পত্র দাখিল করার জন্যে নির্দেশ দেওয়া হইলো।

প্রার্থীর যোগ্যতাঃ

০১. কোম্পানীর নিয়ম নীতি সম্পর্কে সম্যক ধারনা থাকতে হবে।

০২. কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের সমস্যাদি নিয়ে কথা বলার সৎসাহস থাকতে হবে।

০৩. চাকুরীর বয়স নিরবিচ্ছিন্নভাবে ০৬ (ছয়) মাস হতে হবে।

০৪. নিজস্ব সেকশনে কর্মদক্ষতার সুনাম থাকতে হবে।

০৫. কর্মক্ষেত্রে কোন অপরাধ কিংবা অপরাধের কারনে দন্ডিত নয় এমন।

০৬. উক্ত বিভাগ কিংবা যে কোন সেকশন থেকে অভিযোগ/ যৌক্তিক কোন বাধা না থাকলে। 

বাহিরের রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে এমন কোন শ্রমিক যদি অত্র ফ্যাক্টরীতে কাজ করে এবং ঐ সময়ে যোগাযোগ করে তাহা কর্তৃপক্ষের নিকট তথ্য দিবেন এবং ঐ ধরনের শ্রমিকদেরকে আবেদন না করার জন্য জানানো যাচ্ছে।

ধন্যবাদান্তে,

 -------------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

------------------------------------

নির্বাচন পরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষরঃ

১. .......................... ২. ..........................            ৩. .......................... ৪. ..........................

 

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, --- বিভাগ (শ্রম)

৩। নির্বাচনপরিচালনা পরিষদ সদস্যবৃন্দ

৪। অফিস কপি।

 


                                      মনোনয়ন ফরম

                                  শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটির নির্বাচন- ২০--

তারিখ------------------             

      

               

বরাবর,                                                                            

নির্বাচন কমিশনার

-------------------------------------

 

বিষয়ঃ  অংশগ্রহনকারী কমিটির সদস্য নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্যে আবেদন।

জনাব,

গত-----------------------ইং তারিখে আপনার কর্তৃক জারীকৃত নোটিশের সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/--------/---- এর প্রেক্ষিতে আমি এক জন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত/ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পেশ করিলাম।

০১। নামঃ ---------------------------------------------------------------------------------

০২। পিতা/স্বামীর নামঃ--------------------------------------------------------------------

০৩। পদবীঃ ------------------------------------------------------------------------------

০৪। কার্ড নাম্বারঃ--------------------------------------------------------------------------

০৫। সেকশনঃ--------------------------------------------------------------------------

০৬। যোগদানের তারিখঃ--------------------------------------------------------------------

০৭। স্থায়ী ঠিকানাঃ-  গ্রামঃ-------------------------------পোঃ-------------------------------

                                  থানাঃ------------------------------জেলাঃ-----------------------------

০৮।  জন্ম তারিখঃ------------------------বয়সঃ-------------------------

 ০৯। শিক্ষাগত যোগ্যতাঃ---------------------------

 ১০। জাতীয়তাঃ----------------------------------

 ১১। বৈবাহিক অবস্থাঃ  বিবাহিত / অবিবাহিত

অতএব, মহোদয়ের নিকট আরজ আমার জীবন বৃত্তান্ত সুবিবেচনা পূর্বক মনোনয়ন দানে জনাবের যেন আজ্ঞা হয়।

                                                                                                         নিবেদক/নিবেদিকা

                                                                                                         স্বাক্ষর

                                                                                                         নামঃ (... .. .. .. .. .. .. .. ..)

 

সূত্র নং- অরএএল/কমপ্লায়েন্স/---/--                                                         তারিখঃ  ---/--/২০---ইং

              শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটির নির্বাচন-২০--- কমিশনের ২য় সভা

এতদ্বারা অত্র কারখানার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ------------------------- -এর সর্বস্তরের শ্রমিক, কর্মচারী এবং মালিক পক্ষের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন -২০১৮)  এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানায় উন্নয়ন ও শ্রমিকদের সমস্যা সমাধানকল্পে “শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটির নির্বাচন- ২০---- এর মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের পর উল্লেখিত ব্যক্তিবর্গের তালিকাপ্রকাশ করা হয়।

ধন্যবাদান্তে,

----------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

--------------------------

 

নির্বাচন পরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষরঃ

১. .......................... ২. ..........................            ৩. .......................... ৪. ..........................

                       

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, ------------ বিভাগ (শ্রম)

৩। নির্বাচনপরিচালনা পরিষদ সদস্যবৃন্দ

৪। অফিস কপি।

 

শ্রমিক অংশগ্রহনকারী কমিটির নির্বাচন-২০--

মনোনয়ন পাওয়া আবেদনকৃত ব্যক্তিদের নামের তালিকাঃ



ধন্যবাদান্তে,

-----------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

-----------------------

 আরো জানতে:Recruitment Policy||নিয়োগ নীতিমালা

সূত্র নং- অরএএল/কমপ্লায়েন্স/-----/---                                                তারিখঃ  ---/--/----ইং

 

শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটির নির্বাচন-২০১৭ কমিশনের ৩য় সভা

এতদ্বারা অত্র কারখানার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ----------------- -এর সর্বস্তরের শ্রমিক, কর্মচারী এবং মালিক পক্ষের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬  (সংশোধন -২০১৮)  এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানায় উন্নয়ন ও শ্রমিকদের সমস্যা সমাধানকল্পে “শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটির নির্বাচন- ২০১৭ এর বাতিলকৃত আবেদনপত্র নিয়ে আলোচনা ও প্রতিক বরাদ্দ নিয়ে আলোচনা করা হয়।

ধন্যবাদান্তে,

---------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

----------------------------------


নির্বাচন পরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষরঃ ১. .......................... ২. ..........................            ৩. .......................... ৪. ..........................

 

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, ----------- বিভাগ (শ্রম)

৩। নির্বাচনপরিচালনা পরিষদ সদস্যবৃন্দ

৪। অফিস কপি।

 

শ্রমিক অংশগ্রহনকারী কমিটির নির্বাচন-২০--

সদস্য পদে মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা

 


অনুমোদনকারী

মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক মহোদয়ের পক্ষে

 

----------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) নিবার্চন কমিশনার

নির্বাচনপরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষরঃ

. ..........................        . ..........................        . .......................... . ..........................

অনুলিপিঃ

১। নির্বাহী পরিচালক

২। সেকশন প্রধান

৩। নোটিশ বোর্ড

 

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/----/----                                                                   তারিখঃ  --/--/----ইং

প্রতিক বরাদ্দের নোটিশ

এতদ্বারা অত্র কারখানার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ---------------- -এর সর্বস্তরের শ্রমিক, কর্মচারী এবং মালিক পক্ষের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন -২০১৮)  এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানায় উন্নয়ন শ্রমিকদের সমস্যা সমাধানকল্পেঅংশগ্রহনকারী কমিটির  (PC) নির্বাচন- ২০--এর নিম্নে লিখিত প্রার্থিদের উল্লেখিত প্রতিক/মার্কা বরাদ্দ করা হইল।


সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/----/--                                                              তারিখঃ  --/--/---ইং

                      কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত সদস্যদের নামের তালিকাঃ

শ্রমিক অংশগ্রহনকারী (চঈ) কমিটিরমালিক পক্ষের প্রতিনিধি -----------------এর কর্তৃপক্ষ নিম্নলিখিত কর্মকর্তাগনকে সদস্য হিসাবে আগামী ০২(দুই) বৎসরের জন্য মনোনিত করিয়াছেন।





আদেশক্রমে,

ব্যবস্থাপনা পরিচালক

------------------------------

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক,-------------- বিভাগ (শ্রম)

৩। অফিস কপি।

 

সূত্র:অরএএল/কমপ্লায়েন্স/---/---                                                                   তারিখঃ  --/---/২০--ইং

শ্রমিক অংশগ্রহনকারী কমিটির নির্বচনী ভোট গণনার ফলাফল

অদ্য --/--/---ইং তারিখ রোজ ----- ------------------ -এরশ্রমিক অংশগ্রহনকারী  (PC) কমিটিরসদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের ভোট গননার ফলাফল নিম্নে দেওয়া হইলঃ


ধন্যবাদান্তে,

--------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) নিবার্চন কমিশনার

নির্বাচন পরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষরঃ১. ..........................     . ..........................        . .......................... . ..........................

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক,------------ বিভাগ (শ্রম)

৩। অফিস কপি।

 

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/----/--                                                              তারিখঃ  --/--/২০---ইং

  

          শ্রমিক মালিক পক্ষের সদস্যদের সমন্বয়েশ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটিগঠন

অদ্য --/--/২০---ইং তারিখ রোজ--------------   --------- -এরশ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটিসদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে যে সকল শ্রমিক নির্বাচিত হয় তাহাদের নামের তালিকা নিম্নে দেওয়া হইলঃ    



ধন্যবাদান্তে,

--------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) নিবার্চন কমিশনার

নির্বাচন পরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষরঃ১. ..........................     . ..........................        . .......................... . ..........................

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ডw

২। যুগ্ম শ্রম পরিচালক,------------ বিভাগ (শ্রম)

৩। অফিস কপি।

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/----/--                                                              তারিখঃ  --/--/২০---ইং

                        শ্রমিক অংশগ্রহনকারী কমিটির নির্বচনী ভোট গণনার ফলাফলঃ

অদ্য --/--/----ইং তারিখ রোজ -----  ------------ -এর “শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটির সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে যে সকল শ্রমিক নির্বাচিত হয় তাহাদের নামের তালিকা নিম্নে দেওয়া হইলঃ




ধন্যবাদান্তে,

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) নিবার্চন কমিশনার

-----------------------------

নির্বাচনপরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষর

. ..........................        . ..........................        . .......................... . ..........................

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, ------- বিভাগ (শ্রম)

৩। অফিস কপি।

 

সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/----/--                                                              তারিখঃ  --/--/২০---ইং

শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটির নির্বাচন-২০--কমিশনের ৪র্থ সভা

এতদ্বারা অত্র কারখানার সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, -------------------- -এর সর্বস্তরের শ্রমিক, কর্মচারী এবং মালিক পক্ষের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন -২০১৮)   এর ২০৫ থেকে ২০৮ ধারা মোতাবেক কারখানায় উন্নয়ন শ্রমিকদের সমস্যা সমাধানকল্পেশ্রমিক আংশগ্রহনকারী (PC) কমিটিনামে একটি দ্বি-পক্ষীয় কমিটি গঠন করা হয়।

 

ধন্যবাদান্তে,

-----------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) নিবার্চন কমিশনার

---------------------------

 

নির্বাচনপরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষরঃ

 

. ..........................        . ..........................        . .......................... . ..........................

 

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক, --- বিভাগ (শ্রম)

৩। নির্বাচনপরিচালনা পরিষদ সদস্যবৃন্দ

৪। অফিস কপি।


সূত্র নং-  অরএএল/কমপ্লায়েন্স/----/--                                                           তারিখঃ  --/--/২০---ইং

শ্রমিক ও মালিক পক্ষের সদস্যদের সমন্বয়ে “শ্রমিক অংশগ্রহনকারী কমিটি (PC) গঠন

অদ্য --/--/২০--ইং  তারিখ রোজ --- ------------------- -এর “শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটি নিম্ন বর্ণিত পদবী অনুযায়ী শ্রমিক পক্ষের নির্বাচিত ও মালিক পক্ষের মনোনীত সদস্যদের সমন্বয়ে “শ্রমিক অংশগ্রহনকারী (PC) কমিটি গঠন করা হলোঃ



ধন্যবাদান্তে,

--------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

--------------------------------

নির্বাচনপরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের স্বাক্ষর ঃ

১. .......................... ২. ..........................            ৩. .......................... ৪. ..........................

অনুলিপিঃ

১। সকল নোটিশ বোর্ড

২। যুগ্ম শ্রম পরিচালক,------ বিভাগ (শ্রম)

৩। অফিস কপি।

 

তারিখ ঃ --/--/--- ইং

বরাবর,

যুগ্ম শ্রম পরিচালক,

----------------------------

-----------------------------

-----------------------------

বিষয়ঃ শ্রমিক অংশগ্রহনকারী কমিটির সদস্য নির্বাচনের ফলাফল প্রেরণ প্রসঙ্গে।

জনাব,

বিনীত নিবেদন এই যে, গত --/--/---- তারিখ, রোজ --------- আপনার প্রেরিত কোন প্রতিনিধির না থাকায় আমাদের কোম্পানীর কর্তৃপক্ষের উপস্থিতিতে --------------------- এর শ্রমিক আংশগ্রহন কমিটির সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বচনের ফলাফল ও আনুসাঙ্গিক নথিপত্র আপনার সদয় অবগতি ও পরবর্তী কর্যক্রমের জন্য পেরণ করা হইল।

ধন্যবাদান্তে,

---------------------

ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) ও নিবার্চন কমিশনার

-------------------------

সংযুত্তিঃ

১। নির্বচনী ফলাফল ও আনুসাঙ্গিক নথিপত্র কপি।

অনুলিপিঃ

১। অফিস কপি।



                                             “শ্রমিক অংশগ্রহনকারী কমিটি নির্বাচন – ২০—

             


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ