ওভারটাইম নীতি || Overtime Policy

 

                                                             ওভারটাইম নীতি

(Overtime Policy)


-----------------------------এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেশের প্রচলিত শ্রম আইন অনুসারে অতিরিক্ত সময় নির্ধারন এবং অতিরিক্ত সময়ের মজুরী প্রদান করে থাকে। অতিরিক্ত কাজের জন্য অত্র কোম্পানী নিম্মে উল্লেখিত নীতিসমূহ মেনে চলে :



১। ওভারটাইম কাজ পুরোপুরিভাবেই কর্মীদের স্বেচ্ছাধীন । 

২। কর্মীদের যে কোন সময় ওভারটাইম প্রত্যাখ্যান করার অধিকার আছে । 

৩। ওভারটাইম নিম্নোক্ত গন্ডির মধ্যে সীমিত রাখা হয় :

    (ক) দৈনিক ওভারটাইম  সর্বোচ্চ ০২(দুই) ঘন্টা  

    (খ) সাপ্তাহিক ওভারটাইম হবে  সর্বোচ্চ  ১২ ঘন্টা ।

৪। ওভারটাইমের সকল পাওনা মূল বেতনের দ্বিগুন হারে পরবর্তী মাসের সপ্তম কর্মদিবসের মধ্যে বেতনের সাথে  একত্রে  পরিশোধিত  হয় । 

                                                        মূল বেতন 

৫। ওভারটাইম নির্ণয়ের  সূত্র :--------------------- *২=প্রতি ঘন্টা ওভারটাইমের হার

                                                            ২০৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ