Industrial Compliance Expert

  • author-image

    Mehedi Hasan

  • blog-tag Compliance
  • blog-comment 0 comment
  • created-date 04 Aug, 2025
blog-thumbnail

এই কোর্স কেন করবেন?


  1. শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে শিল্প কারখানা পরিচালনার কৌশল জানা।
  2. স্যোসাল কমপ্লায়েন্স অডিট ও বিভিন্ন বায়ারের সিওসি সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা। 
  3. স্যোসাল কমপ্লায়েন্স অডিট সহ বিভিন্ন অডিট ফেস করার কৌশল জানা।
  4. শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে বিভিন্ন ধরনের অডিট সম্পর্কিত নানা ধরনের ডকুমেন্ট তৈরী করার কৌশল জানা। 
  5. শ্রম আইন শিল্প সম্পর্ক, অনুযোগ-অভিযোগ নিষ্পত্তিতে দক্ষতা অর্জন করার কৌশল জানা।
  6. এই কোর্সের মাধ্যমে শ্রম আইন অনুযায়ী, বিভিন্ন ধরনের বেনিফিটস্, ছুটি, কারখানার কমপ্লায়েন্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জনসহ শ্রম আইনের ধারা বিধি সম্পর্কে জানা। 
  7. শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে বিভিন্ন কমিটি ম্যানেজমেন্ট,গ্রিভেন্স হেন্ডলিং, বিভিন্ন ধরনের কাউন্সিলিং, শিশু কক্ষ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা। 
  8. অভিজ্ঞতাদের এই কোর্সের মাধ্যমে আরো অভিজ্ঞতা আর্জন করে দ্রুত পদোন্নতি পাওয়া।
  9. এই প্রতিযোগীতামূলক চাকুরীর বাজারে ফ্রেসার হিসেবে নিজেকে  কমপ্লায়েন্স বিভাগে   চাকুরী পাওয়ার ক্ষেত্রে কাজের দক্ষতা অর্জন করা এবং মানসম্মত বেতনে চাকুরী পাওয়া।  
  10. শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে নিজের কর্মজীবন প্রতিষ্ঠা করা এবং নিজেকে একজন সফল কমপ্লায়েন্স ঊীঢ়বৎঃ হিসাবে তৈরী করা। 
  11. দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একঝাঁক মেনটরের গবেষণার ভিত্তিতে সিলেবাস তৈরী।
  12. দীর্ঘদিন অভিজ্ঞাতা সম্পন্ন মেনটরের তত্ত্বাবধানে শেখার ব্যবস্থা।
  13. কোর্সের কোন বিষয়ে না  বুঝতে বা শিখতে পারলে উক্ত বিষয়ে ফ্রি ক্লাস করার সুযোগ।
  14. গ্রুপে জয়েন্ট করানোর মাধ্যমে গ্রুপ সাপোর্ট।
  15. দুইটি ক্লাশ করার পর কোর্স কারিকুলাম ,শেখানোর পদ্ধতি ও কৌশল  সম্পর্কিত কোন ধরনের কমপ্লেইন থাকলে টাকা রিফান্ডের ব্যবস্থা। 
  16. নাম মাত্র ফিতে আপনার দক্ষতা অর্জন করে জব পাওয়া।  


কোর্সের বৈশিষ্ট্য


  1. অভিজ্ঞ মেনটর দ্বারা পরিচালিত।
  2. ৪৫ দিন মেয়াদী কোর্স সম্পূর্ন অন লাইন নির্ভর ।
  3. বাংলাদেশ শ্রম আইনের সাথে সমন্বয় রেখে যুগ উপযোগী কারিকুলাম নির্ভর।
  4. আইন অনুসারে ধারাবাহিকভাবে শেখানোর ব্যবস্থা ।
  5. বেশি বেশি অনুশীলনের জন্য ক্লাস এসাইনমেন্টের ব্যবস্থা ।
  6. গ্রেডিং পদ্ধতির মাধ্যমে পরীক্ষা মূল্যায়নের ব্যবস্থা ।
  7. ওয়েব সাইটের মাধ্যমে সার্টিফিকেট ভেরিফিকেশনের ব্যবস্থা ।
  8. ওপেনবুক পদ্ধতির মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা ।


কোর্স এ ভর্তি হওয়ার শর্তাবলী 


  1. কম্পিউটার বা লেপটপ থাকতে হবে । 
  2. নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে ।
  3. ক্লাস চলাকালে ভিডিও অন রাখতে হবে । 


কোর্সে ভর্তির শিক্ষাগত যোগ্যতা 

ম্নাত্বক বা সমমানের ডিগ্রি পাশ ।



৪৫ দিন মেয়াদী কোর্স আরো থাকছে...


  1. ওয়েব সাইটের মাধ্যমে সার্টিফিকেট ভেরিফিকেশনের ব্যবস্থা ।
  2. ওপেনবুক পদ্ধতির মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা ।
  3. কোর্সের কোন বিষয়ে না  বুঝতে বা শিখতে পারলে উক্ত বিষয়ে পরবর্তী ব্যাচে ফ্রি ক্লাস করার সুযোগ।

                






author_photo
Mehedi Hasan

HR, Payroll, Compliance, Fire Safety

I am "Mehedi Hasan" CEO of HR Professional BD. I already completed B.S.S & M.S.S in Economics & 10+ experience in HR & Compliance Department in reputed organization . I have Completed Post Graduate Diploma in HRM (BIM) & MBA -HRM In Cumilla University & also completed LLB. I am a trainer of hrpofessionalbd.com.

0 comment